বিশ্বের প্রবীণতম পুরুষ সাকারি মোমই


প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৩ আগস্ট ২০১৪

বিশ্বের প্রবীণতম পুরুষের শিরোপা পেলেন একজন জাপানী শিক্ষাবিদ। ১১১ বছর বয়সী সাকারি মোমইকে বিশ্বের প্রবীন পুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। বুধবারই একটি প্রশংসাপত্র দিয়ে তাকে সম্মান জানানো হয়েছে।

সাকারীর আগে নিউ ইয়র্কের বাসিন্দা আলেকজান্ডার লিমচ পৃথিবীর প্রবীণতম পুরুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি গত এপ্রিল মাসে ১১১ বছর ১৬৪ দিনের মাথায় মারা যান। তারপরেই সাকারীকে এই স্বীকৃতি দেওয়া হলো।

বিশ্বের প্রবীণতম মানুষের শিরোপা পেয়েছেন জাপানেরই ১১৬ বছরের এক মহিলা, ওসাকা ১৯০৩ সালের ৫ ফেব্রুয়ারি ফুকুশিমায় জন্মগ্রহণ করেন সাকারী মোমই। তার পরে শিক্ষকতা দিয়ে শুরু হয় কর্মজীবন। পরবর্তীকালে তিনি নর্থ টোকিও সাইতামা শহরে চলে যান। সেখানে তিনি আজীবন একটি স্কুলের অধ্যক্ষ ছিলেন।  অবসর নেওয়ার পর মোমইয়ের দিন কাটে বই পরে বিশেষত চিনের কবিতা পড়তে ভালোবসেন তিনি। সাকারী মোমইয়ের পাঁচ সন্তান বর্তমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।