চলছে বৈশাখ বরণের প্রস্তুতি (ছবিতে দেখুন)


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

পহেলা বৈশাখ বাঙ্গালির প্রাণের উৎসব। বাংলাদেশের মানুষের স্বকীয়তার উৎসব। সেই পহেলা বৈশাখ আমাদের দরজায় কড়া নাড়ছে। আর কয়েকটি দিন পার হলেই আমাদের মাঝে হাজির হবে সবারই প্রাণের পরব পহেলা বৈশাখ।



এই উৎসব আমাদের নিজস্ব চেতনা ও স্বকীয়তাকে জাগ্রত করে, স্বপ্নে উদ্দীপিত করে, কর্মে প্রেরণা জোগায়। সেই বৈশাখের আর বেশি দেরি নেই। বৈশাখ যত কাছে চলে আসছে, তত এর উদযাপন আয়োজনের জোর প্রস্তুতি চলছে সারাদেশে। প্রতিবারের মতো এবারের নববর্ষকে বরণ করার জন্য প্রস্তুত সারাদেশ।



বৈশাখকে বরণ করে নিতে জোর প্রস্তুতি চলছে নগরজুড়ে। তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়েরে চারুকলাতেও চলছে ব্যাপক আয়োজনের প্রস্তুতি। বুধবার সেখানে গিয়ে দেখা গেলা আনন্দমুখর পরিবেশ।



রঙ নিয়ে আল্পনা আঁকায় ব্যস্ত শিল্পীরা। চারুকলা ঘুরে ছবি তুলেছেন জাগোনিউজের চিত্রগ্রাহক বিভাষ দিক্ষিৎ বিপ্লব।



এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।