রাশিফল : ০৭ এপ্রিল ২০১৫


প্রকাশিত: ০২:০৬ এএম, ০৭ এপ্রিল ২০১৫

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):
দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। হারানো সম্পদ ফিরে পেতে পারেন। শত্রুকে জয় করতে খুব একটা বেগ পেতে হবে না। ব্যবসায়িক দিক ভালো যাবে। মামলা-মোকদ্দর্মা এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে):
শরীর অসুস্থ হতে পারে। কোনো অসুখ-বিসুখকে অবহেলা করা ঠিক হবে না। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। বিমাতার সঙ্গে কোনো ধরনের বিবাদে জড়াতে পারেন।

মিথুন (২১ মে-২০ জুন):
সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ভালো-মন্দ বিচারে নিজের বিবেককে কাজে লাগাতে চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ।

কর্কট (২১ জুন-২০ জুলাই):
মানসিক প্রসন্নতা বজায় থাকবে। অন্যের প্রতি সহূদয় আচরণের জন্য প্রশংসিত হবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। যানবাহনাদি ক্রয়ের ইচ্ছা বাস্তবায়িত হতে পারে। বন্ধুতের সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট):
শরীর অসুস্থ হতে পারে। আকস্মিক কোনো ঘটনায় বিচলিতবোধ করতে পারেন। মনের জোর দিয়ে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন। সংকল্পে অটল থাকুন। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর):
 গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক দিক ভালো যাবে। কোনো মূল্যবান রত্ন বা ধাতব পদার্থ ক্রয় করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর):
শত্রুনাশের সম্ভাবনা আছে। উত্তরাধিকার সূত্রে সম্পদ প্রাপ্তির যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর):
আত্মীয়-স্বজনদের সঙ্গে কোনো  ধরনের বিরোধ সৃষ্টি হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয়াধিক্য দেখা দেবে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায়ে লোকসানের সম্ভাবনা আছে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর):
লালিত আদর্শ থেকে নিজেকে কোনো কারণেই বিচ্যুতি হতে দিবেন না। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্যেষ্ঠ ভ্রাতা-ভগ্নীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। রোমান্টিক প্রস্তাবে সারা পেতে পারেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি):
 চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। মা-বাবার পারস্পরিক মান-অভিমান মিটে যেতে পারে। কাজকর্মে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :
বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। ধর্মীয় কারণেও ভ্রমণ হতে পারে। মন ভালো থাকবে। আর্থিক দিক ভালো যাবে। দান খয়রাতের জন্য ব্যয়াধিক্য দেখা দিতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):
কোনো ধরনের অশুভ সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। কোনো বন্ধুর সঙ্গে বিরোধ সৃষ্টি হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। বিনোদন শুভ।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।