না ফেরার দেশে শতবর্ষী কিশোরী হেইলি (ভিডিও)


প্রকাশিত: ১১:১৫ এএম, ০৪ এপ্রিল ২০১৫

মেয়েটির বয়স ১৭ বছর। তবে তার দেহের বয়স ১০৪ বছরেরও বেশি! বলছিলাম হেইলি ওকেনিসের কথা। প্রোজেরিয়া নামের এক বিরল রোগে ভুগছিল এই কিশোরী। এই রোগে বয়সের চেয়ে শরীর আটগুণ বেশি বাড়তে থাকে। যার কারণে বয়সে কিশোরী হলেও সবাই তাকে শতবর্ষী কিশোরী` বলেই চিনতো।

অবশেষে সংক্ষিপ্ত আর বর্ণহীন জীবনের ইতি টেনে বৃহস্পতিবার রাতে ব্রিটেনের সাসেক্সে মারা গেছে হেইলি।

মৃত্যুর পর হেইলির মা বলেন, “আমাদের মেয়ে যেখানেই আছে ভালো আছে। আর চিন্তা নেই।”

শুক্রবার হেইলির মৃত্যুতে তার শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন লন্ডনের প্রায় এক শ` প্রোজেরিয়া রোগী। ১৭ বছরের জীবনে হেইলি ওকেনিসকে নিয়ে তৈরি হয়েছে প্রায় পাঁচটি তথ্য চিত্র। সর্বাধিক প্রচারিত তথ্যচিত্রটির নাম ছিল ‘ওল্ড বিফোর মাই টাইম’।



এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।