মন সেজেছে ফুলে ফুলে


প্রকাশিত: ১০:৩৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

পলাশ, শিমুলেরা পাপড়ি মেলে ধরেনি এখনও। গাছে গাছে কলির দেখা মিলেছে সবে। তবে আম্র-মুকুলের মনকাড়া গন্ধে বসন্তের রং লেগেছে বেশ আগেই। বসন্তকে স্বাগত জানিয়ে রিক্ত হস্তে শীত বেলার বিদায় লগ্নও ঘটেছে ইতোমধ্যে।

এখন মন শুধুই উদাস করার পালা। ফাগুনের আগুনে হৃদয় রাঙানোর পালা। ফাগুন বরণে মন সেজেছে ফুলের সৌরভে। বসন্ত মন ফুলেল আবেগে যেন উড়ু উড়ু করছে।

পঞ্জিকার দিনক্ষণ গুনে ঋতুরাজ বসন্তবরণের ঘণ্টাকয়েক বাকি থাকলেও ফুলের বাগানে রং লেগেছে আজই। ফুলে ফুলে মন দুলবে। ফুলে ফুলে ভালোবাসা মিলবে। ফুল বাগানে মিলে গিয়ে মন বাগানও যেন একাকার।

ফুল নিয়ে বাঙালির মাতামাতি পুরনো। শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তিতে ফুল যেন তুলনাহীন। ফুলে প্রেম নেই- এমন মানুষ মেলানো ভার। তবে দিবসগুলোত ফুলের কদর যে দিন দিন বেড়েই চলছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

রাত পোহালেই বসন্তবরণ। সঙ্গে আসছে বিশ্ব ভালোবাসা দিবসও। দু’দিনের উন্মাদনায় মাতবে দেশ। প্রেম-ভালোবাসার স্বর্গীয় সুধায় তরুণ-তরণীরা ফুলকেও সঙ্গী করবে এ দু’দিন। খোঁপায় ফুল গুজেই তরুণীর আবেগ হয়তো পূর্ণতা পাবে। আবার ফুল বিনিময়েই কোনো তরুণের প্রেমে অভিষেক ঘটবে।

তাই তো প্রেমের কবি নজরুল লিখেছেন-
মোর প্রিয়া হবে এসো রানী দেবো খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।।

বসন্তবরণ আর ভালোবাসা দিবসে কেমন কাটবে জানতে চাওয়া হয় শের-ই-বাংলা নগরে অবস্থিত সঙ্গীত কলেজের ছাত্রী আলভীর কাছে। তরুণী বলেন, ‘দুইদিন প্রেম হবে ফুল আর শাড়ির সঙ্গে। সকাল-বিকেল দু’দিনই ঘুরতে বের হবো বান্ধবী রথিকে নিয়ে। ফুলেই সাজবো আমরা। শাড়ি, ফুল আর মন এক সঙ্গেই রাঙাবো এ দু’দিন।’

‘ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।’
-হুমায়ুন আজাদ

এএসএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।