বিশ্বকাপের এক ম্যাচে সর্বাধিক ক্যাচ যাদের

মাহবুবর রহমান সুমন
মাহবুবর রহমান সুমন মাহবুবর রহমান সুমন , ফিচার কন্ট্রিবিউটর
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৯ জানুয়ারি ২০১৭

ক্রিকেটের একটি জনপ্রিয় আসর বিশ্বকাপ। এখানে যেমন বল-ব্যাটে রেকর্ড গড়া যায়; তেমন ফিল্ডিং করেও করা যায়। বিশ্বকাপ ক্রিকেটে এক ম্যাচে সর্বাধিক ক্যাচ নিয়ে রেকর্ডের মালিক হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। আসুন জেনে নেই সেই তালিকায় কে কে রয়েছেন।

মোহাম্মদ কাইফ
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে চারটি ক্যাচ নিয়ে এক ম্যাচে সর্বাধিক ক্যাচ নেয়ার শীর্ষে রয়েছেন।

সৌম্য সরকার
বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকার ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে চারটি ক্যাচ নিয়ে মোহাম্মদ কাইফের পাশে নাম লিখিয়েছেন।

ক্লাইভ লয়েড
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্লাইভ লয়েড ১৯৭৫ সালের বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে তিনটি ক্যাচ নিয়ে আছেন এই তালিকায়।

ডারমট রিভ
ইংলিশ ক্রিকেটার ডারমট রিভ ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তিনটি ক্যাচ নিয়েছেন।

ইজাজ আহমেদ
পাকিস্তানি ক্রিকেটার ইজাজ আহমেদ ১৯৯২ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ক্যাচ নিয়ে স্থান করে নিয়েছেন।

অ্যালান বর্ডার
অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যালান বর্ডার জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৯২ সালের বিশ্বকাপে তিনটি ক্যাচ নিয়েছিলেন।

ক্রিস কেয়ার্নস
নিউজিল্যান্ডের ক্রিকেটার ক্রিস কেয়ার্নস ১৯৯৬ সালে বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটি ক্যাচ নিয়ে আছেন এই তালিকায়।

গ্রাহাম গুচ
ইংল্যান্ড ক্রিকেটার গ্রাহাম গুচ ১৯৯৯ সালের বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে তিনটি ক্যাচ নিয়েছিলেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।