সম্পদশালী ৬ মুসলিম নারী
দুনিয়ার যাবতীয় সম্পত্তি তো পুরুষের হাতে। এমনটিই জেনে এসেছি আমরা। তবে সম্পদশালী ৬ মুসলিম নারীর কথা শুনেও হয়তো অবাক হবেন না। যদিও তাদের সম্পত্তির মূল উৎস বিত্তশালী স্বামী, বাবা-মা থেকে পাওয়া এবং নিজের উপার্জন।
আসুন তবে জেনে নেই সেই সম্পদশালী নারীদের সম্পর্কে। বিস্তারিত জানাচ্ছেন মিথিলা ফারজানা
আমিরা আল তাউয়িল
প্রিন্সেস আমিরা ১৯৮৩ সালের ৬ নভেম্বর সৌদি আরবে জন্মগ্রহণ করেন। তার স্বামী প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের বয়স ৫৮ বছর। তিনি বিশ্বের সবচেয়ে ধনী ২৬ ব্যক্তির মধ্যে একজন।
রানিয়া
মহারানি রানিয়ার জন্ম ১৯৭০ সালের ৩১ আগস্ট। তিনি জর্ডানের বাদশা আবদুল্লাহ ইবনে আল হুসেনের স্ত্রী। আবদুল্লাহ ১৯৯৯ সালে বাদশা হন। মহারানি রানিয়া ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করেন।
মজিদা নুরুল বলকিয়াহ
প্রিন্সেস মজিদা নুরুল বলকিয়াহ’র জন্ম ১৯৭৬ সালের ১৬ মার্চ। তিনি ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ’র দ্বিতীয় নাতনি। ২০০৭ সালে খায়রুল খলিলের সঙ্গে তার বিয়ে হয়। খলিলও রাজপরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর দফতরে কাজ করেন।
হাজাহ হাফিজা সুরুরুল বলকিয়াহ
প্রিন্সেস হাফিজার জন্ম ১৯৮০ সালের ১২ মার্চ। তিনি ব্রুনাইয়ের সুলতানের চতুর্থ মেয়ে। তার বাবা সুলতান হাসান আল বলকিয়াহকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয়।
শেখা মোজাহ
শেখা মোজাহ বিনতে নাসের আল মিসনদের জন্ম ১৯৫৯ সালে। তিনি কাতারের শেখ হামাদ বিন খলিফা আল থানির দ্বিতীয় স্ত্রী। তার স্বামীর সম্পত্তির পরিমাণ প্রায় ৭ বিলিয়ন পাউন্ড।
লাল্লা সালমা
মরক্কোর প্রিন্সেস লাল্লা সালমার জন্ম ১৯৭৮ সালের ১০ মে। শিক্ষক বাবার মেয়ে লাল্লার বিয়ে হয় মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে। দুই সন্তানের মা লাল্লার স্বামীর সম্পত্তির পরিমাণ আড়াই বিলিয়ন ডলার।
এসইউ/আরআইপি