বিশ্বসেরা ৮ বিলিয়নিয়ার

মাহবুবর রহমান সুমন
মাহবুবর রহমান সুমন মাহবুবর রহমান সুমন , ফিচার কন্ট্রিবিউটর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৭

বর্তমান বিশ্বে ১ হাজার ৮১০ জন বিলিয়নিয়ার রয়েছেন। তাদের মধ্যে প্রথমসারির ৮ জন বিলিয়নিয়ার কে? এমন প্রশ্ন যাদের মনে উঁকি দেয়, তাদের জন্য আজকের এই আয়োজন। সম্প্রতি মার্কিন ম্যাগাজিন ফোর্বস ২০১৬ সালের আয়ের ওপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেছে। আসুন জেনে নেই বিশ্বসেরা ৮ বিলিয়নিয়ারের নাম।

বিল গেটস
উইলিয়াম হেনরি গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা। এছাড়া একাধারে ১৩ বছর ধরে তিনি ছিলেন পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি। মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা গত বছর আয় করেছেন ৭৫ বিলিয়ন ডলার। বছরে ৭৫ বিলিয়ন ডলার আয় করে এই প্রযুক্তিবিদ বিশ্বসেরা বিলিয়নিয়ারের তালিকায় নিজের নাম বসিয়েছেন প্রথমে।

আমানসিও ওর্টেগা
ফ্যাশন হাউজ ইনডিটেক্সের প্রতিষ্ঠাতা আমানসিও ওর্টেগা গত বছর ৬৭ বিলিয়ন ডলার আয় করে আছেন বিল গেটসের পরেই।

ওয়ারেন বাফেট
বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচিত ওয়ারেন বাফেট গত বছর আয় করেছেন ৬০.৮ বিলিয়ন ডলার। এই আয়ের ফলে তার অবস্থান তালিকার তৃতীয় স্থানে।

কার্লোস স্লিম হেলু
মেক্সিকান টেলিকমিউনিকেশন ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু গত বছর ৫০ বিলিয়ন ডলার আয় করে চতুর্থ অবস্থানে রয়েছেন।

জেফ বেজোস
অ্যামাজন প্রধান জেফ বেজোস গত বছর ৬০.৮ বিলিয়ন ডলার আয় করেছেন। তিনি আছেন তালিকার ৫ম স্থানে।
 
মার্ক জাকারবার্গ
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই তালিকায় আছেন সবচেয়ে তরুণ হিসেবে। গত বছর তিনি আয় করেছেন ৪৪.৬ বিলিয়ন ডলার।

ল্যারি এলিসন
ওরাকল কর্পোরেশনের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ল্যারি এলিসন আছেন তালিকার সাত নম্বরে। তিনি গত বছর ৪৩.৬ বিলিয়ন ডলার আয় করে এই অবস্থানে আছেন।

মাইকেল ব্লুমবার্গ
নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গও আছেন বিশ্বসেরা বিলিয়নিয়ারদের তালিকায়। গত বছর ৪০ বিলিয়ন ডলার আয় করে তিনি আছেন তালিকার অষ্টম স্থানে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।