দুই দেশের এক গ্রামে ৬০ রানি


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৬ জানুয়ারি ২০১৭

ভারতের একটি রাজ্য নাগাল্যান্ডের লৌঙ্গা অঞ্চলের রাজার নাম অঙ্গ নগোবাঙ্গ। সবমিলিয়ে ৭৫টি গ্রাম নিয়ে তার রাজত্ব। সেই রাজার রানির সংখ্যা কিন্তু ৬০ জন। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য।

পাহাড়ে ঢাকা এই অঞ্চলে সাজানো পরিপাটি কয়েকটি বাড়ি রয়েছে। এখানে বাস করে কোন্যাক উপজাতি। তাদের রাজপরিবারটি খুব ছোট নয়। রাজপরিবারে রানির সংখ্যাই তো ৬০ জন। এখানকার এক রাজপুত্র রয়েছেন আবার মিয়ানমার সেনাবাহিনীতে।

তবে এ অঞ্চলের জনসংখ্যা খুব বেশি নয়। এর অর্ধেক ভারতের, অর্ধেক মিয়ানমারের অংশ। এ অঞ্চলের বাসিন্দাদেরও রয়েছে বাড়তি সুবিধা। তারা ভারতের বাসিন্দা হলেও অনায়াসেই যেতে পারেন মিয়ানমারে। প্রকাশ্যেই সীমান্ত অতিক্রম করতে পারেন। এ জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না।

nabogango

সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দু’দেশের সীমান্ত ছুঁয়ে গেছে এ অঞ্চলের রাজপ্রাসাদ। তাই রাজপরিবারের সদস্যদের খেতে যেতে হয় মায়ানমারে। আর রাতে শুতে হয় ভারতে।

তবে রাজপরিবারই শুধু নয়, পুরো লৌঙ্গা অঞ্চলের সবাই পেয়েছেন দ্বৈত নাগরিকত্ব। তাই দু’দেশেই তাদের অবাধ যাতায়াত রয়েছে।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।