ক্রিকেট এলো কেমন করে!
পৃথিবীর প্রাচীনতম খেলার মধ্যে ক্রিকেট একটি। আজ থেকে প্রায় ৭০০ বছর আগে ক্রিকেট এর জন্ম। তবে সঠিক তারিখটি এখন আর খুজে পাওয়া সম্ভব নয়। কবে কখন কোথায় কারা কিভাবে ক্রিকেট খেলার সূত্রপাত করেছিল তার কোনো লিখিত ইতিহাস নেই। ফলে তা আজ আর খুঁজে বের করা সম্ভব নয়।
ক্রিকেট এর জন্ম সম্পর্কে এতটুকু জানা যায়, ১৩০০ শতাব্দী থেকে ইংল্যান্ড এ ক্রিকেট খেলা ১ম শুরু হয়। ১৭০০ সাল থেকে উকেট পুতে ক্রিকেট খেলা প্রচলন হয়। ১৭৮৭ সালে ইংল্যান্ড এর মেরিরিবোন ক্রিকেট ক্লাব (MCC) গঠিত হয়।
১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রিকেট এর জন্মভূমি নিয়ে প্রাথমিক পর্যায়ে মতভেদ থাকলেও এখন আর তা নেই। ইংল্যান্ডকেই ক্রিকেট এর জন্মভূমি হিসেবে মেনে নিয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। এ জন্য ইংল্যান্ড কে `ক্রিকেট এর পিতা বা ফাদার ওব ক্রিকেট` বলা হয়।
এইচএন/এমএস