হঠাৎ জ্ঞান হারালে করণীয়


প্রকাশিত: ০৮:০৬ এএম, ১৮ মার্চ ২০১৫

মানুষ বিভিন্ন কারণে অজ্ঞান হয়ে যেতে পারে। কেউ কেউ হঠাৎ করে আবার কেউ কেউ ধীরে ধীরে অজ্ঞান হতে পারে। অজ্ঞান ব্যক্তির শ্বাস-প্রশ্বাস চালু রাখা খুবই জরুরি। হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে ঘাবড়ে না গিয়ে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া দরকার-

লক্ষণ:
১. হঠাৎ করে সাড়া না দেয়া।
২. কথা জড়িয়ে যাওয়া।
৩. রোগী দ্বিধাগ্রস্ত থাকে।
৪. হার্টের গতি বেড়ে যাওয়া।
৫. ঝিমঝিম লাগা বা হালকা মাথা ব্যথা করা।

করণীয়:
১. প্রথমেই দেখতে হবে, শ্বাস আছে কিনা। যদি থাকে, চিত করে শোয়াতে হবে।
২. শোয়ানোর পর, দুই পা ১২ ইঞ্চি উপরে তুলে রাখতে হবে,যাতে মস্তিষ্কে রক্তসরবরাহ বাড়ে।
৩. টাইট কাপড় পরে থাকলে, খুলে দিতে হবে, বিশেষ করে বুকের,গলার আর কোমড়ের।
৪. ঘাড়ের নিচে উচু কিছু রেখে, মাথা নিচে নামিয়ে, থুতনি উপরে রাখতে হবে, যাতে শ্বাস-প্রশ্বাস চলাচলে বাঁধা তৈরি না হয়।
৫. শ্বাস বন্ধ থাকলে, কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হবে।

যদি শ্বাস-প্রশ্বাস ঠিক থাকে আর ৩ মিনিটের মধ্যে জ্ঞান না ফিরে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরনাপন্ন হতে হবে। আর শ্বাস-প্রশ্বাস বন্ধ থাকলে সাথে সাথে নিকটস্থ ভালো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।