নিখোঁজ পুতিন, দশদিন পর মিললো দেখা


প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৬ মার্চ ২০১৫

গত দশদিন কোথাও দেখা যায়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এই ক’দিনে তাঁর নির্ধারিত বেশ কিছু অনুষ্ঠানও বাতিল করেন পুতিন।  কোথায় ছিলেন তিনি এই দশদিন?

এ নিয়ে শুরু হয়ে গেল জল্পনা কল্পনাও। ইন্টারনেটে ছড়ালো নানা গুজবের ডালপালা।



ক’দিন আগে জনপ্রিয় হওয়া কাঠঠোকরার পিঠে বেজির ওড়ার ছবিতে এবার দেখা গেল বেজির জায়গায় পুতিনকে উড়তে।

সবচেয়ে বেশি অনুমান ছিল পুতিনের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে।



কল্পনার ঘোড়া লাগাম না মেনে তাঁর শেষকৃত্য পর্যন্ত দৌড়েছে। যে ছবি লাইক আর শেয়ার পেয়েছে প্রচুর।



সে শেষকৃত্য নিয়ে রসিকতা করতেও ছাড়েনি লোকে।



বিশ্রামের জন্য গরম কোনো দেশে অজ্ঞাতবাসে গেছেন, এমন খবরও চাউর হয়েছে ইন্টারনেটে।

আরো কত কি!

তবে কারণ অজ্ঞাত রেখেই দশদিন পর পুতিনকে দেখা গেল সোমবার তাঁর নিজের শহর সেন্ট পির্টাসবার্গের বাইরে কনস্ট্যানটিন প্যালেসে কিরঘিজ প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে । হেসে জানালেন, “``গুজব ছাড়া জীবন নিরামিষ হয়ে যায়।``

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।