প্রথম দেখায় ভালোবাসা: আমেরিকা-ভারত সমকামী বিয়ে
প্রথম ভারতীয় ও মার্কিন সমকামী বিয়ে করেছেন ভারতীয় কন্যা সীমা ও আমেরিকার মেয়ে শ্যানন। মার্কিন মেয়ে শ্যানন এবং ভারতীয় মেয়ে সীমার প্রথম দেখা হয়েছিল একটি ফিটনেস ক্লাসে। এটি ছয় বছর আগের ঘটনা।
শ্যাননের জন্য এটা ছিল লাভ অ্যাট ফার্স্ট সাইট। শ্যানন বলেন, "আমি অন্য প্রশিক্ষককে ফিরিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম আমি তাকে (সীমা) বিয়ে করতে যাচ্ছি। এবং ছয় বছর পরে শ্যাননের স্বপ্ন সত্যি হয়েছে!
প্রথম ভারতীয় সমকামী বিয়ের ছবি বন্দী হয়েছে ফটোগ্রাফার স্টেফ গ্রান্টের ক্যামেরায়, যিনি কিনা সমকামী বিয়ের ছবি তোলার জন্য বিখ্যাত। স্টেফ তার ওয়েবসাইটে লিখেছেন, শ্যানন এবং সীমা আমার কাছে `স্পেশাল` মানুষ, এবং তারা আমাকে তাদের বিয়ের ফটোগ্রাফার হিসেবে নির্বাচিত করায় আমি সম্মানিত বোধ করছি। স্টেফ আরো বলেন, সেটি ছিল বন্ধু-পরিজনের হাসি, আলিঙ্গন এবং চোখের জলে ধোয়া এক ভালোবাসাময় বিকেল। তারা একে অপরকে সত্যিকারের ভালোবাসেন।
হিন্দু রীতি এবং পারিবারিক ঐতিহ্য মেনেই সীমা- শ্যাননের বিয়ে সম্পন্ন হয়।
এইচএন/আরআই