শত বছরের জুটি!


প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৭ মার্চ ২০১৫

জীবনসঙ্গীকে নিয়ে হাজার বছর বাঁচতে চান অনেকেই। কিন্তু সে তো আবেগের কথা। বাস্তবে তা কতটুকু সম্ভব? একে অন্যের সঙ্গী হয়ে অন্তত একশ বছরও কি বেঁচে থাকা যায় না? একশ বছর না হোক, তার কাছাকাছি সময় ধরে জীবনসঙ্গী হয়ে একে অন্যের পাশে থেকেছেন নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালির দুরানর ও জেন ভেইয়া দম্পতি।  সম্প্রতি দুরানরের ১০৮তম জন্মদিন উদযাপন করেছেন তাদের পরিবার। স্বামী দুরানরের বয়স ১০৮ বছর। স্ত্রী জেনের বয়স ১০৪ বছর। আর ইতিমধ্যেই দাম্পত্যজীবনের ৮২ বছর পার করে দিয়েছেন দুজনে!

১৯৩২ সালে হাইতিতে বিয়ে হয়েছিল তাঁদের। ৬০-এর দশকে তাঁরা আমেরিকায় পাড়ি দেন। তাঁদের পাঁচ সন্তান। নাতি-নাতনি ১২টি। এছাড়া ১৪ জন প্রপৌত্র-প্রপৌত্রীও রয়েছে।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।