মোবাইল রেডিয়েশন থেকে ক্যান্সার নয়


প্রকাশিত: ১১:১৬ এএম, ০৭ মার্চ ২০১৫

মোবাইল রেডিয়েশন বা মোবাইলের তাপ বিকিরণের ফলে মারণ রোগ ক্যান্সারও হতে পারে- এব্যাপারে একাধিক গবেষণাতে সহমত পোষণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি  আমেরিকার একদল গবেষক জানিয়েছেন, মোবাইল রেডিয়েশন যে ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে দেয় তার কোনও প্রমাণ মেলেনি।

তাঁদের মতে, মোবাইলে যে রেডিয়েশন ছড়ায়, তা মূলত নন-আয়োনাইজিং রেডিয়েশন। এই রেডিয়েশন শরীরের জন্য ক্ষতিকারক, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ মেলেনি বলেই গবেষকদের দাবি। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে গবেষণার নথিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বা ‘হু’তে পাঠানো হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী মত প্রকাশ করে, সেটাই এখন দেখার।

এইচএন/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।