রাশিফল : ০৭ মার্চ
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল
গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের কথা বাদই দিলাম, বাংলা গানের স্বর্ণযুগের ‘কণ্ঠশিল্পীদের’ গান নতুন করে শুনে দেখুন। শোনা কিংবা গাওয়ার ব্যাপারটা লক্ষ করলে দেখবেন, ওই সব সোনায় ছোঁয়া গানের কাছে আমাদের ফিরে যেতেই হচ্ছে বারবার। এর কি কোনো কারণ কিংবা ব্যাখ্যা নেই? নিশ্চয় আছে। খুঁজে দেখুন, উত্তর পাবেন। তাহলে বোঝা গেল, পুরোনো মানেই জীর্ণ নয়। এ সপ্তাহে কোনো কিছুর নতুন-পুরোনো খুঁজতে যাবেন না, শুধু ভালো অথবা মন্দ খুঁজবেন।
বৃষ ২১ এপ্রিল—২১ মে
আজকাল উচ্চারণ বিকৃতির মহোৎসব চলছে। যাঁরা এসব বিষয়ে রুচিশীল, তাঁরা বিরক্ত হচ্ছেন, কিন্তু এ বিষয়ে তাঁদের তেমন কিছুই করার নেই। কাজেই মিডিয়াতে যখন শোনা যায় ‘অর্বোধ’ (অবরোধ),‘ব্রোতিহীন’ (বিরতিহীন), ‘ইস্পিকার’ (স্পিকার), ‘এস্টেডিয়াম’ (স্টেডিয়াম) ইত্যাদি, তখন আপনি বিরক্ত হলেই বা কী না হলেই বা কী। চলতি সপ্তাহে কোনো ব্যাপারে আপনার অসহিষ্ণু হলে চলবে না।
মিথুন ২২ মে—২১ জুন।
রবি ঠাকুরের গানে আছে ‘ভাঙারে জোড়া দেবে কিসের মন্তরে’ (খেলাঘর বাঁধতে লেগেছি মনের ভিতরে)। চলতি সপ্তাহে আপনার যা কিছু বাঁধাছাঁদা করার মতো ব্যাপার আছে, তা সেরে ফেলুন। ভাঙাকে জোড়া দেওয়ার পথও খুঁজে নিন। সব মিলিয়ে সপ্তাহটা আপনার বিফলে যাবে না।
কর্কট ২২ জুন—২২ জুলাই।
এ সপ্তাহে সবকিছুই বোধ হয় আপনি আপনার একক কল্পনাশক্তির ওপর ভর করে চালিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনার নিজস্ব বাস্তবতা বোধটাকেও জাগিয়ে রাখতে হবে। এই কথাটি যেকোনো পেশায় নিয়োজিত কর্কটের ক্ষেত্রে প্রযোজ্য।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট।
এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৯-এর ঘরে। পিথাগোরাসের নিউমারলজি অনুযায়ী ৯ একটি অত্যন্ত শক্তিশালী সংখ্যা। চলতি সপ্তাহে আপনি যেদিকে ব্যাট ঘোরাবেন, শুধু ছক্কা আর ছক্কা। তাহলেও বলি, অতিরিক্ত বেপরোয়া ব্যাট চালাবেন না। স্টাম্প উড়ে গেলে কিংবা ক্যাচ উঠে গেলে আমার দোষ নেই। কেননা আমি তো আপনাকে উৎসাহিত করলাম, আবার একটু সতর্ক হতেও বললাম।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর।
চলতি সপ্তাহে আপনার টাকা যা আসবে, খ্যাতি ও সম্মান আসবে তার চেয়েও অনেক বেশি। যাঁরা ইতিমধ্যেই জনপ্রিয় আছেন, এ সপ্তাহে তাঁরা আরও বেশি জনপ্রিয়তা পাবেন। সতর্কবাণী শুধু এটুকুই যে অন্যকে মুখে যা আসে, তাই বলে বসবেন না। যে কথা এখন বলতে চান, সে কথা পরে বললেও চলে, আবার একেবারে না বললেও চলে। সপ্তাহ শেষে এর প্রমাণ পাবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর।
চলতি সপ্তাহে আপনার ব্যক্তিগত আকাশে কিছুটা মেঘের ঘনঘটা দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, ওই মেঘের আড়ালেই লুকিয়ে আছে সূর্য। সাহস হারাবেন না, তাহলেই আপনি যা চান, তা পাবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর।
গ্রহের অবস্থান ও সংখ্যার অবস্থান এ সপ্তাহে আপনার জন্য মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলটা তো বুঝতেই পারছেন—দারুণ রকমের সাফল্য! অর্থাৎ এ সপ্তাহে আপনি বেশির ভাগ কাজেই উল্লেখযোগ্য সাফল্য পাবেন।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর।
সপ্তাহ ভালো। আর্থিক অবস্থা ভালোই থাকবে। দূরের না হোক কাছের ভ্রমণ তো হবেই। কোনো নিকট আত্মীয়ের কাছ থেকে মনস্তাত্ত্বিক সমর্থন পেয়ে সজীব হয়ে উঠবেন। এ সপ্তাহে নিজের অবস্থান পুরোপুরি বুঝতে হলে অন্য ১১টি রাশিফলও পড়ে নিন।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।
এত দিন আপনার যে কাজগুলো হয়নি এ সপ্তাহে তা হয়ে যাবে বলেই তো মনে হয়।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি।
ব্যবসায়ী কুম্ভ-এর বাতি সবুজ থেকে লাল, লাল থেকে আবার সবুজ—এভাবে চলতে থাকবে। আপনার বেশির ভাগটাই সবুজের দিকে থাকুক, তা আমরাও চাই।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ।
এ সপ্তাহে কথাবার্তা একটু বুঝেশুনে বলবেন। সব কথা মনে এলেই যে বলে দিতে হবে, তা তো নয়। আর সাধারণভাবে সপ্তাহটা আপনার শুভই রয়েছে।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে।
আরআইপি