রাশিফল : ০৬ মার্চ
মেষ : কর্মভাবনায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কারো ভাগ্যে জুটে যেতে পারে চাকরির সন্ধান। তবে রুচি সম্মত কিনা তা দেখে নেয়া ভালো।
বৃষ : প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। শিক্ষাক্ষেত্রে দারুন খবর অপেক্ষা করছে। আজ দুপুরের মধ্যে দূরের কোথাও থেকে ভ্রমণের আমন্ত্রণ আসবে। পদ্ধতিগত ভুলের জন্য কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন।
কর্কট : সকাল বেলায়েই পেয়ে যাবেন কোনো সুখবর। ভালো একটি দিন কাটাতে একজন সঙ্গীর দেখাও পেয়ে যাবেন। কিন্তু ব্যঘাত ঘটাতে শরীরটা একটু দুর্বল হয়ে যেতে পারে।
সিংহ : স্মরণশক্তি বাড়বে আগের চেয়ে দ্বিগুন। কর্মক্ষেত্রে কাজের ব্যস্ততা আপনার কাছে স্বাভিাবিক মনে হবে। স্বাভাবিক এই কাজকে ধরে রাখতে পারলে স্বীকৃতিও পাবেন অল্পদিনের মধ্যেই। ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণ শুভ।
কন্যা : কন্যার অর্থযোগ দিনের শুরু থেকেই শুভ। কন্যার জন্য দূরের যাত্রাও শুভ। দিনের মধ্যভাগে কোনো বিপদাশঙ্কা আছে, ফাঁড়া কেটে গেলে বাকি দিন নিশ্চিন্ত। তাই রাস্তা পারাপারে ভালো করে দেখে নিন।
মিথুন : নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে দিনের প্রথম ভাগেই। আজকের দিনটি আপনার জন্য অর্থবহ হয়ে উঠবে যেকোনো একদিক থেকে। তাই সবার সঙ্গেই যে ভালো আচরণ বজায় রাখুন।
তুলা : পরিবারের শান্তি আসবে। প্রেমের সম্পর্ককে বিষময় মনে হতে পারে। নিজের দোষগুলো খুঁজে বের করুন। শান্তি আসবে। কর্মক্ষেত্রে নতুন কোনো অংশীদার জুটে যেতে পারে।
বৃশ্চিক : পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে দুপুরে খাবার টেবিলে। প্রেমের প্রস্তাব দিতে গেলে বিফল হওয়ার সম্ভাবনা বেশি। অফিসের কাজে মন বসবে না কোনো একটি ছোট্ট কারণে।
ধনু : গ্রহের কল্যাণে আজ আপনার অর্থপ্রাপ্তির দিন। দিনের শুরুতে অনাকাঙ্ক্ষিত কারো কাছ থেকে অর্থ পাবেন। তবে পরিবারের কারো স্বাস্থ্যহানিতে অর্থ ব্যয় হবে। ধনু রাশির জাতিকাদের মধ্যে কারো আজ বিয়ে ঠিক হবে। আর জাতকের নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
মকর : পরিবারে উৎসব উৎসব পরিবেশের তৈরি হবে। মনের বিস্বাদে ছুটে যাওয়া কিছু মনের টানেই আবার ফিরে আসবে। যা কিছু অনিশ্চিত তা আরও অনিশ্চিতের দিকে যাবে। ইদানীং যা আপনি করছেন তা ঠিক ভেবে করছেন না, তাই গণ্ডগোল হচ্ছে প্রাপ্তিতে।
কুম্ভ : আপনার আজ ঘরে-বাইরে অশান্তি। অবৈধ আয়ের সুযোগ আসবে। ধরা খাওয়ার অশঙ্কাও বেশি। তাই আগেই সাবধান। পাওনা টাকা আদায় হবে। প্রিয়জনকে খুশি রাখতে দূরে কোথাও ঘুরতে যেতে হতে পারে।
মীন : ব্যবসায়ে মুনাফা বাড়বে লাফিয়ে লাফিয়ে। বন্ধুর সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হতে পারে। সেক্ষেত্রে নিজের সততাকেই এগিয়ে রাখবেন। আপনার সৃষ্টিশীলতাকে যে খাতে কাজে লাগাবেন সেখানেই সোনা ফলবে।
এআরএস/এমএস