যে কারণে রহস্যময় ২০১৭ এর ফেব্রুয়ারি


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

ফেব্রুয়ারি মাস বরাবরই আমাদের জন্য রহস্যের। ফেব্রুয়ারি ঘিরেই লিপ-ইয়ার। চার বছর পরে আসে ফেব্রুয়ারি মাসের ২৯ দিন। যাদের বিশেষ কোনো উপলক্ষ ২৯ ফেব্রুয়ারি সংঘটিত হয়; তাদের দিবসটি পালনে চার বছর অপেক্ষা করতে হয়।

তবে এবারের রহস্যটা একটু ভিন্ন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসটা যারা পাবেন তারা অনেক ভাগ্যবান। কারণ এমন ফেব্রুয়ারি মাস ৮২৩ বছর পর আবার আসবে।

এই ফেব্রুয়ারির বৈশিষ্ট্য হলো- সপ্তাহের প্রতিটি দিন এই মাসে চারবার করে আসবে। এ মাসে শনি ৪বার, রবি ৪বার, সোম ৪বার, মঙ্গল ৪বার, বুধ ৪বার, বৃহষ্পতি ৪বার এবং শুক্র ৪বার।

আর এই ঘটনাকে চাইনিজ ফেংশুই মতে ‘মানিব্যাগ ফেব্রুয়ারি’ বলে। এবার আপনি সামনে রাখা ২০১৭ সালের ক্যালেন্ডার দেখে নিশ্চিত হতে পারেন।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।