রাশিফল : ০৫ মার্চ


প্রকাশিত: ০২:২৩ এএম, ০৫ মার্চ ২০১৫

মেষ:  বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত। পড়শিদের সঙ্গে বিবাদবিতর্কে গৃহ নির্মাণে বাধা। স্নায়বিক দুর্বলতায় দুর্ভোগ।

বৃষ: চাকরিতে প্রতিকূলতার মধ্যে দক্ষতার স্বীকৃতি পেতে পারেন। মামলার ফল অনুকূলে যাওয়ার সম্ভাবনা। পথ-দুর্ঘটনায় রক্তপাতের আশঙ্কা।

মিথুন: মাত্রাছাড়া ভাবাবেগ থেকে বিপত্তির আশঙ্কা। অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ্যহানির কারণ হতে পারে। শ্বাসযন্ত্রের দুর্বলতায় ভোগান্তি।

কর্কট: ভাগ্যোদয়ের আশায় কর্মস্থল বদলের চিন্তা সফল না-ও হতে পারে। বন্ধুকে ঘিরে দাম্পত্য জীবনে অশান্তি। পাওনা টাকা ফেরত পেতে পারেন।

সিংহ: ব্যবসা ঘিরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি। প্রবাসী প্রিয়জনের ঘরে ফেরার খবর পাওয়ার সম্ভাবনা।

কন্যা: অতিরিক্ত পরিশ্রম শরীর-মনের কাছ থেকে মাসুল তুলে নিতে পারে। বাহন কেনার পরিকল্পনায় ব্যাঘাত। হারানো সামগ্রী ফেরত পাওয়ার সম্ভাবনা কম।

তুলা: ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগের প্রশস্ত দিন। সেবাকাজে অর্থ ও শ্রমদানের সুবাদে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। রক্তচাপের ওঠানামায় শারীরিক জটিলতা।

বৃশ্চিক:  কর্মক্ষেত্রে কুশলতার স্বীকৃতির সম্ভাবনা। দাম্পত্য কলহে মানসিক স্থিতি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা। অপ্রিয় সত্যকথনে স্বজনবর্গ বিরূপ হতে পারেন।

ধনু:  নতুন কর্মোদ্যমে উন্নতির সূচনা। ললিতকলার অনুশীলনে ব্যুৎপত্তির স্বীকৃতি মিলতে পারে। গুপ্তশত্রুতার ব্যাপারে বাড়তি সতর্কতা দরকার।

মকর:  কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। দুষ্ট ব্যক্তির প্ররোচনায় অর্থক্ষতি ও সম্মানহানির আশঙ্কা। বায়ুবিকার ও উদরপীড়া।

কুম্ভ:  উত্তেজনা ও দুশ্চিন্তায় কাজকর্মে বিভ্রাটের আশঙ্কা। হঠকারিতা পারিবারিক ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। হজমের গণ্ডগোলে ভোগান্তি।

মীন:  পরিস্থিতি বুঝে শত্রুকে মোক্ষম মার দিতে পারেন। সুযোগসন্ধানী ব্যক্তি থেকে বাড়তি সতর্কতা দরকার। শুভ অনুষ্ঠানে কুচক্রী পড়শির চক্রান্ত রুখে দিতে পারেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।