শীতে জাগো নিউজের বিশেষ আয়োজন ‘হিমেল হাওয়া’


প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

ঋতু পরিক্রমায় প্রতি বছরের মত এসেছে শীত। রাজধানীতে একটু কম হলেও সারাদেশেই এখন কনকনে শীত। শীতের আগমনে গ্রামে চলছে নানা উৎসব। শীতের এই উৎসব রাঙিয়ে তুলতে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম

হিমেল হাওয়া নামে ১২ পৃষ্ঠার এই ভার্চুয়াল সংস্করণে থাকছে লাইফস্টাইল, খাবার, ভ্রমণ, পিঠা উৎসব, অতিথি পাখি ও শীত নিয়ে নানা নিবন্ধ।

জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ বলেন, ‘বিশেষ ঋতুগুলোতে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা বা লেখা প্রকাশ করলেও অনলাইন নিউজ পোর্টালগুলো কেবলই বিশেষ লেখা প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবার শীতের আগমনে জাগো নিউজ প্রথমবারের মত প্রিন্ট ম্যাগাজিনের আদলে বিশেষ সংখ্যা প্রকাশ করছে।’

জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘শুধু বিশেষ ঋতুতেই নয়, বছরের বিশেষ দিনগুলোতেও জাগো নিউজ এ ধরনের বিশেষ সংখ্যা প্রকাশ করে থাকে। বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে পাঠকদের জন্য ‘হালখাতা’ নামে বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল জাগো নিউজ। এছাড়া প্রতি ঈদেই প্রকাশিত হয় জাগো নিউজের ঈদ সংখ্যা।’

‘হিমেল হাওয়া’র সম্পাদক আরিফুল ইসলাম আরমান বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালের পাঠকের জন্য একটু বৈচিত্র্য আনতেই আমাদের এই আয়োজন। ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার থেকে খুব সহজেই হিমেল হাওয়ার লেখাগুলো পড়া যাবে।’

হিমেল হাওয়া পড়তে ভিজিট করুন হিমেল হাওয়া

এআরএস/এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।