রাশিফল : ০৩ মার্চ
মেষ: কর্মস্থলে সমস্যার জট খুলে প্রশংসা পেতে পারেন। কল্যাণকাজে শ্রম ও অর্থদানে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি। পারিবারিক বিবাদ মিটে যেতে পারে।
বৃষ: ব্যবসায় আকস্মিক ভাটা চিন্তায় ফেলে দিতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ। অর্শজাতীয় রোগের প্রকোপে দুর্ভোগ।
মিথুন: হঠকারিতা বা অসতর্কতার জেরে কর্মস্থলে বিপত্তির আশঙ্কা। কর্কশ বাক্যে স্বজনবন্ধুও বিরূপ হতে পারে। কোনো স্ত্রীলোকের থেকে বিপদের ইঙ্গিত।
কর্কট: শ্রম ও দক্ষতা সত্ত্বেও কর্মোন্নতি ফের পিছিয়ে যাওয়ার আশঙ্কা। পরোপকার করতে গিয়ে অপবাদ জুটতে পারে। শ্লেষ্মাধিক্য ও জ্বরাদি পীড়ায় দুর্ভোগ।
সিংহ: কর্তাব্যক্তির হস্তক্ষেপে কর্মক্ষেত্রে জট কাটার সম্ভাবনা। মাতৃকুল থেকে অর্থসম্পত্তি প্রাপ্তির যোগ। সর্দিকাশি ও জ্বরজ্বালায় ভোগান্তি।
কন্যা: বিষয়সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে মামলায় অর্থ ও সম্পর্কের ক্ষতি। বাধা-বিড়ম্বনার মধ্য দিয়ে কর্মে অগ্রগতি। উচ্চশিক্ষার বিলম্বিত সুযোগ।
তুলা: অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সাংসারিক সমস্যার সমাধান। উদ্যমের অভাবে শুভ যোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা। রক্তচাপের হেরফেরে শারীরিক সমস্যা।
বৃশ্চিক: বুদ্ধিবিভ্রমে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। বন্ধুর সাহায্যে দুঃসময় কেটে যেতে পারে। থাইরয়েডের সমস্যা ভোগাবে।
ধনু: বলবান শত্রুর মোকাবিলা করে কার্যোদ্ধার। বহুমুখী প্রতিভার বিশেষ স্বীকৃতির যোগ। আলসার জাতীয় রোগে দুর্ভোগ বাড়তে পারে।
মকর: অংশীদারের কূট চালে ব্যবসায় হঠাৎ নিম্নগতি। কথাবার্তায় নমনীয়তা স্বজনমহলে জনপ্রিয়তা বাড়াতে পারে। পারিবারিক টানাপড়েনে সম্পত্তি ক্রয়ে জটিলতা।
কুম্ভ: কর্তাব্যক্তির বিরূপতায় কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। ভাগ্যোদয়ের জন্য ঠাঁই বদলের পরিকল্পনা। সম্পত্তি ক্রয়বিক্রয় লাভজনক হতে পারে।
মীন: নতুন কর্মোদ্যমে সাফল্যের ইঙ্গিত। শত্রুর আপস-প্রস্তাবে সাড়া দেওয়ার আগে আইনি পরামর্শ দরকার। পরোপকারের স্বীকৃতি না-ও মিলতে পারে।
এআরএস/আরআইপি