রাশিফল : ০২ মার্চ


প্রকাশিত: ০২:০৮ এএম, ০২ মার্চ ২০১৫

মেষ:  কর্মক্ষেত্রে বিতর্কবিবাদের অবসান। অপ্রিয় বাক্য এড়িয়ে মধুর ব্যবহারে বিরূপতার মোকাবিলা। সংস্কৃতিকর্মে সাফল্যের সূত্রে প্রতিপত্তি বৃদ্ধি।

বৃষ: অপ্রিয় সত্য কথাই মনোমালিন্যের কারণ। দুঃস্থ পড়শিকে সাহায্য করতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে দেহে বড় ধরনের আঘাত লাগতে পারে।

মিথুন: নিজের ভুলে দ্রব্যার্থ হারানোর আশঙ্কা। অন্যের প্রতি অকারণ বিদ্বেষে নিজেরই মনঃকষ্ট বাড়বে। বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা।

কর্কট: অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধির ঝুঁকি না-নেওয়াই ভালো। ব্যবসায় নিম্নগতি চিন্তায় ফেলে দিতে পারে। বিলাসব্যসনের জেরে অর্থসঙ্কটের আশঙ্কা।

সিংহ: কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির ভুল ধরিয়ে বিষনজরে পড়তে পারেন। পৈতৃক সম্পত্তি লাভে জটিলতা। ঋণশোধের পথ মিলতে পারে।

কন্যা: কর্মকৌশলের অভিনবত্বের স্বীকৃতি ও পদোন্নতির সম্ভাবনা। মাতৃস্থানীয়া আত্মীয়ার সঙ্গে মতান্তর বাড়তে পারে। মুখমণ্ডলের পীড়ায় দুর্ভোগ।

তুলা: কুচক্রী সহকর্মীর কূট চালে কর্মস্থলে অগ্রগতিতে বাধা। ললিতকলার অনুশীলনে ব্যুৎপত্তি। বন্ধুবেশী দুর্জনের উস্কানিতে দাম্পত্য জীবনে অশান্তি।

বৃশ্চিক:  মাত্রাছাড়া ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হলেই মঙ্গল। সমাজসেবার সূত্রে প্রতিপত্তি বৃদ্ধি। সজ্জন ও প্রকৃত বন্ধুর সাহচর্যে শান্তি।

ধনু:  অন্যমনস্কতায় কাজকর্মে ভুলভ্রান্তির আশঙ্কা। সম্পত্তি ক্রয়বিক্রয় নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধে অশান্তি বাড়তে পারে। সঙ্গীতাদি চারুকলায় কৃতিত্বের স্বীকৃতির যোগ।

মকর:  অপ্রিয় সত্যকথনে শত্রুবৃদ্ধি। কর্ম পরিবর্তনের চেষ্টায় আশার আলো। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা।

কুম্ভ:  বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবিলা। জ্ঞাতি-পড়শির কলকাঠিতে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। সংক্রমণ ও পাদপীড়া ভোগাবে।

মীন:  স্বনিযুক্তি প্রকল্পে দুষ্কৃতীদের বাগড়া। কর্মস্থলে বঞ্চনার কিছুটা সুরাহার সম্ভাবনা।  প্রতিবেশীদের অপচেষ্টা বানচাল করে সম্পত্তি ক্রয়।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।