গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড


প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৬ আগস্ট ২০১৪

বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সামরিক, আধা-সামরিক ব্যক্তি নিয়োজিত থাকেন।

বিশেষ করে যখন কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর অভিষেক অনুষ্ঠান হয় এবং সে অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য অতিথিরা আসেন তখন এ ধরনের নিরাপত্তার পরিমাণটিও যায় বেড়ে। এ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি সংখ্যক নিরাপত্তাকর্মীর উপস্থিতিতে রাষ্ট্রপতি হিসেবে অভিষেক ঘটার রেকর্ডটি যার দখলে তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

২০০৯ সালে তার অভিষেক অনুষ্ঠানে ৪০,০০০ নিরাপত্তাকর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন সাদা পোশাকের ১৫৫ জন অফিসারের দল এবং ৯৯ টি ফেডারেল স্টেট ও স্থানীয় সংস্থা।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।