আমাজানের নিচে আরেক নদী


প্রকাশিত: ১০:১৬ এএম, ২৯ অক্টোবর ২০১৬

পৃথিবীর অন্যতম বিস্ময় আমাজান। এটি ৭০ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে- এক ব্রাজিলীয় বিজ্ঞানী আমাজানের নিচে একটি নতুন নদীর সন্ধান পেয়েছেন। যার নাম ‘রিও হামজা’। যেটি আমাজান নদীর ৪ কিলোমিটার গভীরে বহমান।

বিজ্ঞানীরা জানান, আমাজান নদী যতটা দীর্ঘ; হামজাও ততটাই বড়। তবে প্রস্থে আমাজানের চেয়ে এটি অনেক বেশি বিস্তৃত।

জানা যায়, আমাজান ও রিও হামজা প্রায় ৬ হাজার কিলোমিটার এলাকাজুড়ে পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে চলেছে। তবে যেখানে আমাজান প্রস্থে ০১-১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেখানে হামজা ২০০-৪০০ কিমি পর্যন্ত বিস্তৃত। দুটি নদীই উৎপত্তিস্থল থেকে শুরু করে শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। আমাজান নদীর পানির গতিবেগ অনেক বেশি। হামজার পানির গতিবেগ অনেক শান্ত।

সূত্র জানায়, কয়েক বছর আগে অনেক গবেষণার পর এর অস্তিত্ব পাওয়া গেছে। এর অস্তিত্ব খুঁজে বের করতে বিজ্ঞানীরা গণিত মডেলের সাহায্য নিয়েছেন। মাটি ও পানির নিচে তাপমাত্রার নানা পরিবর্তনকে লক্ষ্য করেও নতুন সূত্র পেয়েছেন তারা।

রিও হামজা সংক্রান্ত সব তথ্য ব্রাজিলের রিও ডি জেনেরিওর ‘জিওফিজিক্যাল ন্যাশনাল অবজারভেটরি’তে সংগৃহীত রয়েছে।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।