বিদায়ী শিশুর জন্য উপহার (দেখুন ছবিতে)
ঈশ্বরের ভালবাসা নিয়ে পৃথিবীতে আসা ছোট্ট শিশুটি যখন কঠিন কোন রোগে অসময়েই চলে যায় সবাইকে ছেড়ে, বাবা-মা’র জন্য সে বেদনার ভার বড় কঠিন। ছোট্ট অথচ ভালবাসায় পূর্ণ সেই জীবনের শেষ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করে সন্তানহারা বাবা-মাকে উপহার দিয়ে সেই বেদনাই সামান্য লাঘব করবার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাও আই লে মি ডাউন টু স্লিপ’ (এখন আমি ঘুমিয়ে পড়বো)।
মৃত্যুপথযাত্রী শিশু আর তার বাবা-মা’র আদরের মায়াময় একেকটি ছবি ধারণ করে থাকে দেবদূতের মতো শিশুগুলোর পৃথিবীর আলো-বাতাসে বেড়িয়ে যাওয়া সংক্ষিপ্ত সময়টিকে। বাবা-মা’র ভালবাসার উত্তরাধিকারের স্মৃতি আর গভীর আবেগময় একটি সম্পর্কের চিরায়ত সৌন্দর্যকেও।
দশ বছর আগে শুরু হওয়া এ সংগঠনটির মাধ্যমে বর্তমানে বিশ্বের ৪০টি দেশের ১৬৫০ জন পেশাদার আলোকচিত্রী স্বেচ্ছায় দিয়ে যাচ্ছেন এই উপহার।
‘আমরা এর মাধ্যমে বিদায়ী শিশুর বাবা-মায়ের দুঃসহ সময়টিতে সহানুভূতি নিয়ে পাশে থাকার চেষ্টা করি মাত্র’ বলেন এই আলোকচিত্রীরা।
একাজের উপযোগী আবেগময় পোট্রেটগুলো তোলার জন্য রীতিমতো প্রশিক্ষণ দেয়া হয় আলোকচিত্রীদের।
আজ থেকে দশ বছর আগে সংগঠিনটি পথচলা শুরু করে শেরিল হ্যাগার্ড-এর হাত ধরে। শেরিল তার অসুস্থ নবজাতককে হারিয়েছিলেন ২০০৫-এ। সেই থেকে অসংখ্য বিদায়ী শিশুর বাবা-মা’র পাশে এই অনন্য উপহার নিয়ে আছেন শেরিল এবং তার সংগঠন।
এসআরজে/এএ