আখের রসে চলবে গাড়ি


প্রকাশিত: ০৯:২২ এএম, ০২ আগস্ট ২০১৪

সাধারণত তেল কিংবা গ্যাসের সহাজ্যেই গাড়ি চলে। এটাই দেখে আসছি আমরা। কিন্তু না। শুধু তেল কিংবা গ্যাস নয়, এবার আখের রসেই চালিত গাড়ি আবিষ্কার হয়েছে।

ভারতের শর্করা প্রযুক্তি বিশেষজ্ঞ এনকে শুক্লা দীর্ঘদিন গবেষণা করে এমন তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই গাড়ির ধোঁয়া থেকে কোনো দূষণ ছড়াবে না।

গাড়ির আবিষ্কারক এনকে শুক্লা বলেন, `আখের রস থেকে পাওয়া ইথানলের সাহায্যে চলবে গাড়িটি। যা ইথাইল অ্যালকোহল নামে পরিচিত। এটি একেবারে পরিশুদ্ধ অ্যালকোহল।এক মেট্রিকটন আখ থেকে মিলবে ৭৫ লিটার ইথানল।`
ভারতের নাগপুর কিংবা মুম্বাই গেলে আপনিও হতে পারবেন এই `মিষ্টিযানের` যাত্রী! শব্দহীন এ যানে ভ্রমণ খুবই আরামদায়ক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।