বিশ্বের প্রবীণতম স্কুলছাত্রী


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ২৬ জানুয়ারি ২০১৫

নব্বই বছর বয়সে এসে জীবনে প্রথমবারের মতো স্কুলে ভর্তি হয়েছেন কেনিয়ার প্রিসিলা সিটিনেই। রিফ্ট ভ্যালিতে তার স্কুলের প্রধান শিক্ষক বলছেন, সাবেক ধাত্রী প্রিসিলা পৃথিবীর প্রবীণতম স্কুলছাত্রী।

তিনি শুধু লিখতে এবং পড়তে শিখতে দৃঢ়প্রতিজ্ঞই নন রীতিমত স্কুল-পোশাক পড়ে ক্লাসে যোগ দিচ্ছেন। এমনকি অংশ নিচ্ছেন নাচের এবং শারীরিক শিক্ষার ক্লাসেও।

আকাশী রঙের শার্ট, লাল টাই আর সবুজ সোয়েটার পড়ে সহপাঠীদের সঙ্গে ক্লাস করেন তিনি। সহপাঠীরা তাকে ডাকে গোগো বলে, যার অর্থ দাঁড়ায় দাদী।

শুধু শিক্ষকেরাই নন, সহপাঠীরা এবং অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরাও গোগোকে নিয়ে গর্বিত। এই স্কুলের শিক্ষার্থীদের তালিকায় গোগোর নাতী নাতনীদের সাতজন সন্তানও রয়েছে।

গোগো বলেন, `আমি বিশ্বের শিশুদেরকে বলতে চাই, বিশেষ করে কন্যা শিশুদেরকে বলতে চাই যে শিক্ষাই তোমাদের সম্পদ। এটা অর্জন করার জন্য পেছনে ফিরে তাকিও না`। সূত্র : বিবিসি

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।