জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কম সময়ে যেভাবে পাবেন

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৩ আগস্ট ২০১৬

প্রতিদিন নানা কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা বেড়েই চলছে। তবে অসাবধানতার কারণে পরিচয়পত্র হারিয়ে গেলে কী করবেন? জেনে নিন কম সময়ে কীভাবে জাতীয় পরিচয়পত্র পাবেন।

১. জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন।
২. রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের তথ্যকেন্দ্রের গেটের মুখে নিচতলায় পরিচয়পত্র প্রদান অফিস বা তথ্যকেন্দ্র থেকে বিনামূল্যে ‘হারানো ফর্ম’ সংগ্রহ করুন।
৩. প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন।
৪. ফরম পূরণ করে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং বা পার্শ্ববর্তী বুথে ওয়ান ব্যাংকের মাধ্যমে নির্ধারিত অ্যাকাউন্টে ফি হিসেবে ৩৫১ টাকা জমা দিন। প্রমাণ হিসেবে টাকা পাঠানোর পর মেসেজে নম্বর আসে, তা ফরমে লিখুন।
৫. ফরমের সঙ্গে সাধারণ ডায়েরির ফটোকপি যুক্ত করুন।
৬. টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে দোতলার তথ্য কেন্দ্রে গিয়ে জমা দিন।
৭. সেখানে সংশ্লিষ্ট ব্যক্তি যাচাই-বাছাই শেষে আপনাকে আধাঘণ্টা অপেক্ষা করতে বলবেন।
৮. এ সময় টোকেন সংগ্রহ করবেন।
৯. আধাঘণ্টা পর এনআইডির কপি হস্তান্তর করবে।

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র জরুরি ভিত্তিতে পাওয়ার জন্য ৩৫১ টাকা ফি হিসেবে জমা দিতে হয়। তবে বিনামূল্যে পেতে চাইলে ১০-৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

এএ/এসইউ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।