বিশুদ্ধ পানির জন্য ওয়াকাথন


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২১ আগস্ট ২০১৬

বন্যার্তদের পাশে আপনাকে সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রাণ ড্রিংকিং ওয়াটার। তবে খুব বেশি কিছু নয়; আপনাকে হাঁটতে হবে মাত্র ৫ কিলোমিটার। আর আপনার অংশগ্রহণে বিশুদ্ধ পানি পৌঁছে যাবে বন্যার্তদের হাতে। কারণ তাদের মাঝে বিশুদ্ধ পানি পৌঁছে দিতেই এমন আয়োজন। আসুন জেনে নেই বিস্তারিত-

প্রতিযোগিতার নাম
প্রাণ ড্রিংকিং ওয়াটার-ওয়াকাথন

কেন এই প্রতিযোগিতা
দেশের বন্যাকবলিত জেলাগুলোর মানুষ বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তাই তাদের মাঝে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় যতজন অংশ নেবেন; তত বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হবে বন্যাদুর্গত মানুষের কাছে।    

প্রতিযোগিতার সময়সূচি
তারিখ : ২৬ আগস্ট ২০১৬
সময় : সকাল ৬.৩০ মিনিট
স্থান : বসুন্ধরা ৩০০ ফিট রাস্তা (আইসিসিবি’র সামনে)
দূরত্ব : ৫ কিলোমিটার।

পুরস্কার
প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন একটি টি-শার্ট। এছাড়া বিজয়ী প্রথম ১০ জন পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

অংশগ্রহণের নিয়ম
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করুন- www.facebook.com/PRANDrinkingWaterOfficial বা Google link- http://bit.ly/2bufICY অথবা আপনার নাম ও মোবাইল নম্বর ই-মেইল করুন- [email protected] ঠিকানায়।

সহযোগী
এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জাগোনিউজ২৪.কম, জাগো এফএম, রেডিও টুডে ও চ্যানেল নাইন।

আসুন, আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর প্রাণশক্তি নিবেদিত হোক বন্যাদুর্গত মানুষের কল্যাণে।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।