কেউ খায় কেউ খায় না


প্রকাশিত: ০৯:১৭ এএম, ৩১ জুলাই ২০১৬

মানুষ বেঁচে থাকার জন্য খায়। এর বাইরে বিলাসিতাও হতে পারে। ভোজনবিলাসি মানুষ ক্ষুধা নিবৃত্তির বাইরেও কিছু খাবার গ্রহণ করে থাকে। তবে সব দেশের খাবারের ধরন কিন্তু এক নয়। এক দেশের খাবার অন্য দেশে নিষিদ্ধ হতেও পারে। কখনো কখনো ধর্মের বিধি-নিষেধও রয়েছে।

কথায় আছে, রুচির উপর নির্ভর করে খাবার। তবে রুচি আবার সংস্কৃতি, খাদ্যাভাস, পরিবেশের ওপরে নির্ভর করে। এছাড়া খাদ্যাভাসে এলাকা ভিত্তিক ব্যবধানও রয়েছে। আসুন আজ এমন কিছু খাবার দেখে নেই- যা কেউ খায় কেউ খায় না।

ক্রোকোডাইল লেগ ডিশ
crocodile
হংকং, সিঙ্গাপুর এবং চিনে গেলে কুমিরের পায়ের এই রেসিপি পাওয়া যায়।

স্নেক ওয়াইন
waine2
রাইস ওয়ান অথবা গ্রেইন অ্যালকোহলে আস্ত সাপ ডুবিয়ে রাখা হয়। কোরিয়াতে এই খাবার বেশ জনপ্রিয়।

সন্নকজি
sonnokji
জ্যান্ত অক্টোপাস কেটে তৈরি করা হয় কোরিয়ার ফেভারিট খাবার সন্নকজি।

টুনা ফিস আইবল
tuna
চিন এবং জাপানে গেলে টুনা মাছের চোখ দিয়ে তৈরি এই খাবার চোখে পড়তে পারে।

সেঞ্চুরি এগ
egg
চিনে হাঁসের ডিম দীর্ঘদিন ধরে পচিয়ে তৈরি হয় এই বিশেষ রেসিপি।

ব্লাড স্যুপ
blood-soup
মুরগি, হাঁস বা শুকরের রক্তের স্যুপ পাওয়া যায় চিনে।

স্মালাহোভ
smala
নরওয়েতে গেলে চোখে পড়তে পারে ছাগলের আস্ত মাথা দিয়ে তৈরি এই অভিনব খাবার।

স্কর্পিয়ান পপ
scorpian
ললিপপ তো অনেক খেয়েছেন। কিন্তু মেক্সিকোর কাঁকড়াবিছার ললিপপ খেয়েছেন কখনো?

অক্স টাঙ্গ
oxtang
কানাডায় ষাঁড়ের জিভ দিয়ে তৈরি হয় এই খাবার। হাই ফ্যাট থাকে এই খাবারে।

ফ্রুট ব্যাট স্যুপ
bat
এই বাদুড়ের স্যুপ পালাওয়ের জনপ্রিয় খাবার।

বালুট
balut
হাঁসের ভ্রুণ দিয়ে তৈরি ফিলিপাইনের জনপ্রিয় খাবার ‘বালুট’।

ফ্রায়েড ট্যারেন্টুলা
tarentula
কম্বোডিয়ায় গেলে ভয়ঙ্কর ট্যারেন্টুলা ফ্রাই অবশ্যই চোখে পড়বে।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।