৩০ জুন ফোরাম এসডিএ’র ঈদ উৎসব
‘সবাই মিলে একসাথে, ঈদ কাটাবো উচ্ছ্বাসে’- স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ফোরাম এসডিএ’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ উৎসব ২০১৬।
আগামী ৩০ জুন বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার ও নেত্রকোনায় এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে প্রায় ২ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেমাই, নারিকেল, চিনি, দুধ, মসলা, নুডলস, কাপড় ও মেহেদী বিতরণ করা হবে।
ঈদ উৎসবের অনলাইন মিডিয়া পার্টনার জাগোনিউজ২৪.কম। এছাড়া রেডিও পার্টনার পিপলস রেডিও ও সহযোগী হিসেবে রয়েছে মমতাজ হারবাল।
ঈদ উৎসব প্রসঙ্গে ফোরাম এসডিএ’র মডারেটর এ এম রায়হান জাগো নিউজকে বলেন, ‘আমরা ফোরাম এসডিএ’র পক্ষ থেকে বিগত তিন বছর ধরে এ উৎসব করে আসছি। মানুষের সহযোগিতায় সুবিধাবঞ্চিত কিছু মানুষকে ভালোবাসার সুযোগ করে দেয়াই আমাদের লক্ষ্য।’
ফোরাম এসডিএ’র এইচআর ডিরেক্টর রাফায়েত রোমান জাগো নিউজকে বলেন, ‘এর আগে আমরা ঢাকা, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কক্সবাজার ও গাইবান্ধায় বিভিন্ন উৎসব পালন করেছি। ফোরাম এসডিএ স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, শিক্ষা সামগ্রী বিতরণ, কুরবানী করা, ফল উৎসব ও শীতবস্ত্র বিতরণের মতো কর্মসূচি পালন করে থাকে।’
ফোরাম এসডিএ’র এ আয়োজনে আগ্রহী যে কেউ সাহায্য করতে পারেন। সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন www.facebook.com/forumsda এর মাধ্যমে।
এসইউ/আরআইপি