‘মাউস’ কিন্তু ইঁদুর নয়


প্রকাশিত: ০৯:১০ এএম, ১৫ জুন ২০১৬

‘মাউস’ শব্দের অর্থ ইঁদুর। যা আমাদের শস্য বিনাশ করে। কিন্তু প্রযুক্তির কল্যাণে আরেকটা ‘মাউস’ আমরা পেয়েছি। যা বিনাশ করে না বরং সৃষ্টি করে। বলছিলাম কম্পিউটারে ব্যবহৃত ‘মাউস’র কথা। এটি নামে ‘মাউস’ হলেও আসলে কিন্তু ইঁদুর নয়।

তবে কথা হচ্ছে, কম্পিউটারে কারসার নড়াচড়া করা যার কাজ, সেই বস্তুটির এমন নাম কেন? ইঁদুরের সঙ্গে এর কোনো প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কী? আচ্ছা, কম্পিউটারের সঙ্গে মাউসের যোগসূত্রস্থাপনকারী তারটি দেখেছেন? তা দেখতে অনেকটা ইঁদুরের লেজের মতো না? আর এজন্যই হয়তো বস্তুটির নাম মাউস।

কেননা এর নামকরণের নেপথ্যে রয়েছে ইঁদুরের লেজ! যে তারটি কম্পিউটারের সঙ্গে মাউসকে যুক্ত করেছে, প্রথম মাউস তৈরির সময়েই ইঞ্জিনিয়াররা এই বিষয়টি খেয়াল করেছিলেন। তাঁদের মনে হয়েছিল, এই তারটি অনেকটা ইঁদুরের লেজের মতো দেখতে। সেই থেকেই নাম হয়ে যায় মাউস।

তবে ওয়্যারলেস প্রযুক্তি আসার পরেও কিন্তু নামটি অটুট রয়ে গেছে। লেজ থাকুক বা না থাকুক, এটি কিন্তু ‘মাউস’ হয়েই থাকবে।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।