সোমবারের ১০টি বৈশিষ্ট্য


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১৩ জুন ২০১৬

সপ্তাহে সাত দিন। আর সপ্তাহের তৃতীয় দিন সোমবার। পৌরাণিক কাল থেকেই প্রতিটি দিনের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে বলে লোকমুখে প্রচার হয়ে আসছে। সে সবের মধ্যে সোমবার সম্পর্কে অনেক তথ্য এখনো আমাদের অজানা। তাই জেনে নিন সোমবারের বৈশিষ্ট্যগুলো-

সোমবারের বৈশিষ্ট্য
১. সকালে ঘুম থেকে উঠে অধিকাংশ মানুষ প্রায় ১২ মিনিট ধরে ভাবেন, ‘আজ সোমবার’।
২. ৫০ শতাংশ মানুষই এদিন কর্মক্ষেত্রে দেরিতে পৌঁছান।
৩. এই দিনের চাপ কাটিয়ে উঠতে মানুষ দু’টো কাজ বেশি করেন- এক. আরাম কেদারায় বসে টিভি দেখা। দুই. যৌন সঙ্গম করা।
৪. এই দিনে স্বামী-স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়। দু’জনই যদি চাকরজীবী হন, তাহলে মারমারির পরিস্থিতিও তৈরি হয়ে যায়।
৫. ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে অধিকাংশ ‘মন ডে ব্লুজ’-এ আক্রান্ত হন।
৬. সোমবার অধিকাংশ কর্মরত মানুষ মাত্র ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টার ‘প্রোডাক্টিভিটি’ দিতে পারেন।
৭. সোমবারই সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করেন।
৮. সোমবার সবচেয়ে বেশি হৃদরোগে আক্রান্তের ঘটনা ঘটে।
৯. সোমবার এখনো পর্যন্ত সবচেয়ে কম ‘রেনি ডে’ হয়েছে।
১০. গাড়ি কিনতে চাইলে সোমবারকেই বাছুন।  

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।