পৃথিবীর বিপজ্জনক রেল সফর (ভিডিও)


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৪ মে ২০১৬

ট্রেনের মাথার ওপর চড়ে হাজারো মানুষ একত্রিত হয় ধর্মীয় এক উৎসবে। ট্রেন আসার ঠিক আগেও লাইনের ওপর বসে থাকে অসংখ্য মানুষ। বাংলাদেশে বিশ্ব ইজতেমার সময় দেখা যায় এই দৃশ্য। আর এই দৃশ্যকেই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রেল সফর বলা হচ্ছে।

বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় এই ইজতেমা। এতে মিলিত হন অসংখ্য মুসলমান ধর্মপ্রাণ মানুষ। বাংলাদেশের বিশ্ব ইজতেমা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম ধর্মসভা হিসেবে খ্যাত।

গত বছর ৬০ লক্ষ মানুষ ইজতেমায় জমায়েত হয়েছিল। বিশ্ব ইজতেমার শেষদিনে পরিবহন ব্যবস্থার অপ্রতুলতার কারণে এই সময় ট্রেনে এমন দৃশ্য লক্ষ্য করা যায়।

ভিডিও:



এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।