মানুষ ছাড়াও সঙ্গীর বিরহে শোক পালন করে যেসব প্রাণি

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫

সঙ্গীর প্রতি ভালোবাসা বা শোক পালনের বিষয়টি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক প্রাণি তাদের সঙ্গীর মৃত্যু বা বিচ্ছেদের পর গভীর শোক প্রকাশ করে।

প্রাণিদের শোক প্রকাশের বিষয়টি বৈজ্ঞানিকভাবে এভাবে ব্যাখ্যা করা হয় যে, এটি আবেগ এবং সামাজিক বন্ধনের ফল। এই আচরণ প্রমাণ করে যে, প্রাণিরাও নিজেদের সঙ্গী বা দলের সদস্যদের সঙ্গে গভীর সংযোগ গড়ে তোলে। প্রাণিজগতের এই শোক প্রকাশ আমাদের শেখায় যে, ভালোবাসা এবং সংবেদনশীলতা শুধু মানুষের গুণ নয়, এটি প্রকৃতির একটি সার্বজনীন বৈশিষ্ট্য।

বিজ্ঞাপন

এমন আচরণের প্রানীদের মধ্যে আছে-

হাতি
হাতি অত্যন্ত সামাজিক এবং আবেগপ্রবণ প্রাণি। তাদের পরিবারের সদস্য বা সঙ্গীর মৃত্যু হলে তারা শোক পালন করে। মৃত হাতির পাশে দাঁড়িয়ে তারা নিঃশব্দে সময় কাটায়, মৃতদেহ স্পর্শ করে এবং শুঁড় দিয়ে তাকে নেড়ে দেখার চেষ্টা করে। এমনকি অনেক সময় মৃতদেহের ওপর মাটি বা পাতা ফেলে সমাধি দেওয়ার মতো আচরণও করে।

মানুষ ছাড়াও সঙ্গীর বিরহে শোক পালন করে যেসব প্রাণি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডলফিন
ডলফিন অত্যন্ত বুদ্ধিমান এবং সংবেদনশীল প্রাণি। সঙ্গী বা দলের কোনো সদস্য মারা গেলে তারা তাকে ঘিরে জড়ো হয় এবং অনেকক্ষণ ধরে মৃতদেহের কাছে থাকে। কিছু প্রজাতির ডলফিন মৃতদেহকে পানির উপরে ভাসিয়ে রাখারও চেষ্টা করে, যেন মৃতদেহ ডুবে না যায়।

কাক
কাকের বুদ্ধিমত্তা এবং সামাজিক সংযোগ অত্যন্ত গভীর। কোনো কাক মারা গেলে তার দলীয় সদস্যরা মৃত কাকের চারপাশে জড়ো হয়ে শোক পালন করে। তারা মৃতদেহের কাছে দীর্ঘক্ষণ থাকে এবং এক ধরনের ডাকাডাকি বা উচ্চস্বরে চিৎকার করে, যা অনেক সময় শোক প্রকাশের আচরণ বলে মনে করা হয়।

বানর ও শিম্পাঞ্জি
বানর ও শিম্পাঞ্জিরা তাদের পরিবারের সদস্য বা সঙ্গীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে। শিম্পাঞ্জিরা মৃতদেহের কাছে বসে থাকে এবং কখনো কখনো মৃতদেহকে নাড়িয়ে দেখার চেষ্টা করে। কিছু প্রজাতির বানর তাদের মৃত সন্তানের দেহকে দীর্ঘ সময় ধরে বহন করে চলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানুষ ছাড়াও সঙ্গীর বিরহে শোক পালন করে যেসব প্রাণি

পেঙ্গুইন
পেঙ্গুইন সাধারণত একগামী এবং সঙ্গীর প্রতি অত্যন্ত নিবেদিত। কোনো পেঙ্গুইনের সঙ্গী মারা গেলে সে একা বসে থাকে, খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় এবং কখনো কখনো নিজের দলের সঙ্গে মেলামেশাও কমিয়ে দেয়।

নেকড়ে
নেকড়ে অত্যন্ত পারিবারিক প্রকৃতির প্রাণি এবং সঙ্গীর মৃত্যু হলে তারা শোক করে। সঙ্গীর অভাব তাদের আচরণে স্পষ্ট হয়ে ওঠে। তারা অনেক সময় একা হয়ে যায় এবং দলের সঙ্গে কম সময় কাটায়।

বিজ্ঞাপন

হাঁস ও রাজহাঁস
রাজহাঁস এবং কিছু প্রজাতির হাঁস জীবনভর একটি সঙ্গী বেছে নেয়। সঙ্গীর মৃত্যু হলে তারা গভীর শোক পালন করে এবং অনেক সময় নতুন সঙ্গীও বেছে নেয় না।

কুকুর
কুকুর মানুষের প্রতি যেমন অনুগত, তেমনি তাদের নিজেদের সঙ্গীর প্রতিও। সঙ্গী বা প্রিয়জন মারা গেলে কুকুর বিষণ্ন হয়ে পড়ে। অনেক সময় তারা খাদ্য গ্রহণ বন্ধ করে দেয় এবং দীর্ঘদিন বিষণ্ন অবস্থায় থাকে।

তিমি
তিমি অত্যন্ত সামাজিক প্রাণি এবং তারা নিজেদের দলের সদস্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে। তিমিরা মৃত সদস্যকে ঘিরে সাঁতার কাটে এবং একধরনের শোক সংগীত (ভোকালাইজেশন) তৈরি করে। এমনকি সঙ্গীর বিরহে এরা আত্মহত্যা কিংবা দলনেতা মারা গেলে দলের বাকি সদস্যরা স্বেচ্ছা মৃত্যু বেছে নেয়।

বিজ্ঞাপন

সূত্র: ডয়েচে ভেলে, ডিস্কোভারি

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।