আবার দেখা যদি হলো, প্রাণের মাঝে আয়

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৪

অলোক আচার্য

‘পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়/ ও সেই চোখের দেখা, প্রাণের কথা; সে কি ভোলা যায়?/ আয়, আরেকটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়/ মোরা সুখের-দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।’ কবিগুরুর এই গানের লাইনগুলো যেন প্রত্যেকের জীবনে এক অমোঘ সত্য। বন্ধুত্ব, স্কুল-কলেজ, পাড়া-মহল্লা সব মিলিয়ে এক জীবনে অসংখ্য বন্ধুত্ব তৈরি হয়। অনেককে মনে থাকে, আবার অনেকেই স্মৃতির পাতায় হারিয়ে যান। তবে এর মাঝে যদি এমন কোনো আয়োজন হয় যেখানে আবার সবাই চোখের দেখা দেখতে, প্রাণের কথা বলতে একসাথে হওয়া যায়। সে তো সবার জীবনের পরম আনন্দের মুহূর্ত। এমন মুহূর্তেরই স্বাক্ষী হলো পাবনা জেলার সরকারি এডওয়ার্ড কলেজ।

পাবনা জেলা এবং সমগ্র বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সরকারি এডওয়ার্ড কলেজ। ব্রিটিশ আমলে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগে আছে ইতিহাসের ঘ্রাণ। কলেজটি ১৯৮৯ সালে গোপাল চন্দ্র লাহিড়ীর হাত ধরে যাত্রা শুরু করে। এটি পূর্ণাঙ্গ কলেজে রূপ নেয় ১৯১১ সালে। কলেজটিতে ব্যবস্থাপনা বিভাগের যাত্রা শুরু হয় ১৯৭২ সালে।

আবার দেখা যদি হলো, প্রাণের মাঝে আয়

পৌষের শীতের রৌদ্র ঝলমলে এক দিনে শুক্রবার ব্যবস্থাপনা বিভাগের ৫০ বছর পূর্তিতে পালিত হলো রজত জয়ন্তী। সারাদিন অসংখ্য ছাত্র-ছাত্রী আর শিক্ষকের পদচারণায়, আনন্দ উচ্ছাসে মুখর হয় ক্যাম্পাস। দিনব্যাপী নানা ধরনের আয়োজন করে ব্যবস্থাপনা বিভাগ।

দিনের শুরুতেই ‘উচ্ছ্বাসে উল্লাসে, নতুন আলোর উদ্ভাসে’ স্লোগানে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এরপর আনন্দ শোভাযাত্রা দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। তখনো বিভিন্ন শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী এসে পৌঁছাতে পারেননি। অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন দুরন্ত প্রাণের টানে বন্ধুদের সঙ্গে আরও একবার মিলিত হতে। নবীন-প্রবীণ মিলিয়ে এক উৎসবের মহামিলনে পরিণত হয়েছিল এডওয়ার্ড কলেজ।

আবার দেখা যদি হলো, প্রাণের মাঝে আয়

১৮ বছর আগে ছেড়েছি ক্যাম্পাস, মাটি, ঘাস-জল। দীর্ঘ বছর পর আবার এখানে সবাইকে পাবো, সে তো ছিল ভাবনার অতীত! তাই দিন শেষে সবার মুখ আবার মলিন। আবার কার সঙ্গে কবে দেখা হবে তার তো কোনো ঠিক নেই। শেষ বিকেলে সবার মুখে সেই ফিরে যাওয়ার বেদনা। সব পাখিই তো নীড়ে ফেরে। আমরাও ফিরে এসেছি। তবে আবার এভাবে দেখা হবে এ প্রত্যয় সঙ্গে নিয়ে।

লেখক: শিক্ষক ও প্রাবন্ধিক।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।