ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম অ্যাওয়ার্ড পেলেন মনদীপ ঘরাই

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৪ জুন ২০২৩

ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম অ্যাওয়ার্ড ২০২৩ পেলেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং জনপ্রিয় লেখক মনদীপ ঘরাই। সামাজিক ও মানবিক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ অ্যাওয়ার্ড লাভ করেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক কূটনৈতিক সংস্থার সহযোগিতায় ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের কনফারেন্স অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এ সম্মেলনে তিনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। তবে ব্যস্ততার কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরে অনুষ্ঠিত এ সম্মেলনে ৬২টি দেশের যুব প্রতিনিধি ও কূটনীতিক অংশগ্রহণ করেন। এ সময় থাইল্যান্ডের সংসদ সদস্য ডা. থারোনসুপানেক এবং ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের কোঅর্ডিনেটর আসাগান একজাকাই পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন: বিয়ের গল্প প্রতিযোগিতার পুরস্কার পেলেন ১০ জন

মনদীপ ঘরাই উন্মুক্ত পাঠাগার (একুশ), কবিতার দেওয়াল (কাব্যমায়া) প্রতিষ্ঠা করে তরুণ প্রজন্মকে সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার জন্য এ সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন। এর আগে ২০২১ সালে গ্লোব্যাল ইয়ুথ পার্লামেন্টের লিডারশিপ অ্যাওয়ার্ড, ২০২২ সালে শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন।

মনদীপ ঘরাই বলেন, ‘যে কোনো অর্জন আনন্দের। তবে এতে সামনের দিনগুলোর জন্য দায়িত্বও বেড়ে যায়। চেষ্টা করবো অর্জনের আনন্দকে আরও শুভ উদ্যোগে রূপান্তরিত করার। শরীয়তপুর সদরে ইউএনও হিসেবে দায়িত্ব পালনের সময় উদ্যোগ দুটি নিয়েছিলাম। তাই এ পুরস্কার শরীয়তপুরের মানুষকে উৎসর্গ করলাম।’

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।