বিদ্যুৎ অপচয় রোধে করণীয়

মামুনূর রহমান হৃদয়
মামুনূর রহমান হৃদয় মামুনূর রহমান হৃদয় , ফিচার লেখক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১০ জুন ২০২৩

গরমে অতিষ্ঠ নগরবাসী। বাড়ছে এসি-ফ্যানের চাহিদা, অন্যদিকে নাগালের বাইরে বিদ্যুৎ! অফিস কিংবা বাসা-বাড়ি লোডশেডিং পিছু নিচ্ছে সর্বত্র। আর লোডশেডিংয়ের জন্যই আমরা বুঝতে পারি, বিদ্যুতের মূল্য জীবনে কতটা। তবে কখনো কখনো আমরা নিজেরাই এটির অপচয় করে থাকি। এতে দেশের বিদ্যুতের ওপর যেমন চাপ পড়ে তেমনই পড়ে বিদ্যুতের বিলের উপরেও। তাই বিদ্যুৎ ব্যবহারে হতে হবে সচেতন। চলুন জেনে নেই বিদ্যুৎ সাশ্রয়ের উপায়।

প্রয়োজন শেষে সুইচ বন্ধ রাখুন
প্রয়োজন শেষে বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন। অপ্রয়োজনে লাইট অথবা ফ্যান চালিয়ে রাখবেন না। এতে বিদ্যুতের সাশ্রয় করা সম্ভব। বাসা-বাড়ি থেকে বের হওয়ার আগে নিয়মিত সুইচগুলো বন্ধ করে বের হন।

চার্জার খুলে রাখুন
দৈনন্দিন জীবনে আমরা ব্যাটারিচালিত স্মার্টফোন, স্মার্টওয়াচ, ইয়ারবাড ব্যবহার করি। চার্জ শেষে ডিভাইসটি খুললেও চার্জার প্লাগইন করাই থাকে। এতে বিদ্যুতের অপচয় হয়। তাই চার্জ করার পর আপনার চার্জারটি খুলে রাখুন।

আরও পড়ুন: খাদ্য ভেজালের দৌরাত্ম্যে হুমকির মুখে শিশুরা

এনার্জি সেভিং লাইট ব্যবহার করুন
বিদ্যুৎ বিলের পরিমাণ কমাতে ব্যবহার করতে পারেন এনার্জি সেভিং এলইডি লাইট। সাধারণ বাল্ব অত্যাধিক পরিমাণে বিদ্যুৎ অপচয় করে। এতে আপনার বিদ্যুৎ বিলও আসবে দ্বিগুণ। তাই এনার্জি সেভিং লাইটগুলোর দাম একটু বেশি পড়লেও এটি আপনার বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করবে।

ইস্ত্রি ব্যবহারে সতর্ক হন
অফিস কিংবা স্কুলে আয়রন ছাড়া কাপড় পরতে অনেকেরই ভালো লাগে না। তাই নিয়মিত কাপড় আয়রন করতেই হয়। তবে পুরোনো দিনের আয়রন ব্যবহার না করে বর্তমানের বিদ্যুৎ সাশ্রয়ী ইস্ত্রি নিতে পারেন। পুরোনো দিনের ইস্ত্রি অত্যধিক পরিমাণে বিদ্যুতের অপচয় করে। এছাড়াও আয়রন শেষে ইস্ত্রি দ্রুত বন্ধ করে দিন। এতে বিপদের হাত থেকেও রক্ষা পাবেন।

সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করুন
মাছ-মাংস টাটকা রাখতে ফ্রিজের বিকল্প নেই। তবে ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে ফ্রিজের ঠান্ডা করার শক্তি হ্রাস পায়। ফলে ফ্রিজের কম্প্রেসার ফ্রিজ ঠান্ডা করতে অতিরিক্ত বিদ্যুৎ গ্রহণ করে। তাই সপ্তাহে অন্তত একবার ফ্রিজ পরিষ্কার করুন।

এসির ব্যবহার কমাতে হবে
এসির বাতাস খেতে ভালো লাগলেও এটি মোটেও শরীরের জন্য ভালো নয়। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাই এসি থেকে বের হলেই শরীর হয়ে ওঠে অতিষ্ঠ। এসি যেমন পানির তৃষ্ণা কমিয়ে দেয় তেমনি বাড়িয়ে দেয় পরিবেশের তাপমাত্রা। আর অত্যধিক পরিমাণে এসির ব্যবহার বিদ্যুতের বিল বাড়ায় এবং বিদ্যুতের অপচয় করে। যার ফলে বাড়ছে লোডশেডিংয়ের পরিমাণ।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।