বিশ্বের সবচেয়ে বড় টি-শার্ট

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৬ জুন ২০২৩

বিশ্বের সবচেয়ে বড় টি-শার্টটি লম্বায় ৩৫৮ ফুট (১০৮.৯৬ মিটার) ও প্রস্থে ২৪১ ফুটেরও (৭৩.৪৮ মিটার) বেশি। এটি তৈরি করেছেন রোমানিয়ান অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়াশিয়া ১১ইভেন, খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান কাউফল্যান্ড রোমানিয়া ও ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফেডেরেশিয়া রোমানা মিলে।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এটিকে বিশ্বের সবচেয়ে বড় টি-শার্টের স্বীকৃতি দিয়েছে। টি-শার্টটি রোমানিয়ার রাজধানী বুখারেস্টের আর্কুল ডে ট্রায়াম্ফ ন্যাশনাল রাগবি স্টেডিয়ামের মাঠজুড়ে বিছিয়ে দেওয়া হয়েছিল। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে পাঁচ লাখ পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল।

আরও পড়ুন: টানা ১০০ ঘণ্টা রান্না করলেন তিনি

গত ২৭ মার্চ এই টি-শার্টটি প্রদর্শনী করা হয়। এটি তৈরিতে ব্যবহৃত পাঁচ লাখ ব্যবহৃত বোতল সংগ্রহ করতে সময় লেগে যায় তিন সপ্তাহ। এরপর তা প্রসেসিং করে সেলাই করতে লেগে যায় আরও এক মাস। প্রদর্শণঈর দিন টিশার্টটির ভাঁজ খুলতে ১২০ জন স্বেচ্ছাসেবীর সময় লেগেছিল পুরো দিন।

রোমানিয়ার জাতীয় পতাকা ও জাতীয় রাগবি দলের জার্সির নকশা মাথায় রেখে টি-শার্টটির নকশা করা হয়েছে। মূলত প্লাস্টিকের পুনঃব্যবহারের ব্যাপারে শিশুদের এবং দেশের মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেয় অ্যাসোসিয়াশিয়া ১১ইভেন। কিন্তু সেটি যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবে তা আগে ভাবতেই পারেননি তারা।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।