পথশিশুদের জন্য ‘ঈদি ফর এঞ্জেলস’

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৯ এপ্রিল ২০২৩

সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খুশি ছড়িয়ে দেওয়ার জন্য ঈদুল ফিতরে ‘ঈদি ফর এঞ্জেলস’ নামে একটি কর্মসূচি পরিচালনা করেছে কেএফসি স্বপ্নের পাঠশালা।

সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা, সৃজনশীল নানা বিষয়, স্বাস্থ্যশিক্ষাসহ জীবনে চলার পথের নানা বিষয় সম্পর্কে শিক্ষিত করার জন্যই কেএফসি চালু করে ‘কেএফসি স্বপ্নের পাঠশালা’। যা পরিচালিত হচ্ছে মজার ইশকুল ও লিডোর সহযোগিতায়।

এই ঈদুল ফিতরে নতুন পোশাক এবং উপহার দেওয়ার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিয়েছে তারা। এছাড়াও ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি এবং পিৎজা হাট স্টোরে ৫০০ জনেরও বেশি সুবিধাবঞ্চিত শিশুর জন্য ইফতারের ব্যবস্থা করেছে।

আরও পড়ুন: শিশুর নিরাপত্তা ও অধিকার: প্রয়োজন আলাদা মন্ত্রণালয়!

ট্রান্সকম ফুড লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন, ‘কেএফসির ‘ঈদি ফর এঞ্জেলস’ কার্যক্রমটি আমাদের জন্য অনেক আনন্দের। রমজানের মূল্যবোধ এবং ভালোবাসা সুবিধাবঞ্চিতদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সমাজের জন্য ভালো কিছু করার একটি ছোট্ট প্রয়াস।’

তিনি বলেন, ‘সুবিধাবঞ্চিতদের কষ্ট লাঘব করা কেএফসি বাংলাদেশের একটি উদ্যোগ। যা বিশ্বব্যাপী কেএফসির সাম্য ও সমতা তৈরির একটি অংশ মাত্র। স্বপ্নের পাঠশালার শিশুদের ঈদের পোশাক দেওয়ার কারণে এসব শিশুর মুখে শুধু হাসিই ফুটবে না। পাশাপাশি তাদের এ আশ্বাসও দিবে, আমরা তাদের পাশে আছি।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।