আজকের এই দিনে
অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের জন্ম

মাধবী মুখোপাধ্যায় খ্যাতনামা ভারতীয় বাঙালি অভিনেত্রী। তিনি বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম সেরা কিছু ছবিতে অভিনয় করেছেন। আসল নাম ছিল মাধুরী। ১৯৪২ সালের ১০ ফেব্রুয়ারি কলকাতার বেঙ্গল প্রেসিডেন্সিতে জন্ম। তার প্রথম চলচ্চিত্র অভিনয় ছিল শিশুশিল্পী হিসেবে ১৯৫০ সালে কাঁকনতলা লাইট রেলওয়ে ছবিতে।
১৯৫৬ সালে তপন সিংহের টনসিল ছবিতে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর ১৯৬০ সালে মৃণাল সেনের বাইশে শ্রাবণ ছবিতে অভিনয় করেন। এই ছবির প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তার নতুন নামকরণ করেন মাধবী। এরপর তিনি আরেকজন বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে অভিনয় করেন।
এছাড়াও তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় ১৯৬৩ সালে মহানগর ছবিতে অভিনয় করেন। এটা ছিল নারী চরিত্র প্রধান চলচ্চিত্র। এই ছবিতে আরতির ভূমিকায় তার অভিনয় যথেষ্ট সাড়া ফেলেছিল। এরপর তিনি ১৯৬৪ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় অবলম্বনে চারুলতা চলচ্চিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। ১৯৬৫ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় কাপুরুষ ছবিতে অভিনয় করেন।
সত্যজিৎ রায়ের ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার জুটি বেঁধেছেন মাধবী মুখোপাধ্যায়। আর বারবার মন কেড়েছে এই জুটির অভিনয়। একসময় গুঞ্জন ছিল সত্যজিৎ রায় নাকি মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এরপর সত্যজিৎ রায়ের বিজয়া রায়ের আপত্তিতে একটা সময় সত্যজিৎ রায়ের ছবি থেকে বাদ পড়েছিলেন। সেসময় উত্তম কুমারের হাত ধরে ফের ছবির দুনিয়ায় ফিরে এসেছিলেন মাধবী। শোনা যায় মহানায়ক হাত না ধরলে হারিয়ে যেতেন নায়িকা। উত্তমের সঙ্গে শঙ্খবেলা, থানা থেকে আসছি, অগ্নীশ্বর সহ পর পর ৭টি ছবিতে দেখা যায় মাধবীকে।
তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো-কাঁকনতলা লাইট রেলওয়ে, টনসিল, বাইশে শ্রাবণ, আজ কাল পরশু, মহানগর, চারুলতা, বিনসতী জননী, গোধুলি বেলায়ে, থানা থেকে আসছি, সুবর্ণরেখা, ঘুম ভাঙার গান, কাপুরুষ, জোড়াদিঘির চৌধুরী পরিবার, স্বপ্ন নিয়ে, সঙ্খবেলা, অজানা শপথ, খেয়া, ছোট্ট জিজ্ঞাসা, গড় নাসিমপুর, অদ্বিতীয়া, দুরন্ত চড়াই, সমান্তরাল, ছদ্মবেশী, কলকাতা ৭১, বিন্দুর ছেলে, বিরাজ বৌ, ছিন্নাপত্র ইত্যাদি।
আত্মজা নামক একটি চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন। ১৯৯৫ সালে আত্মজীবনীমূলক গ্রন্থ আমি মাধবী প্রকাশ করেন। বাংলা চলচ্চিত্রের অভিনেতা নির্মল কুমারকে বিয়ে করেন মাধবী মুখোপাধ্যায়। তাদের দুই মেয়েও আছে। আইনত বিবাহবিচ্ছেদ না হলেও বহু বছর হয়ে গিয়েছে তারা আলাদা থাকেন। তবে তা সত্ত্বেও নির্মল কুমারের সঙ্গে মাধবী মুখোপাধ্যায়ের বন্ধুত্ব এখনও অটুট।
কেএসকে/জেআইএম