শহীদ সাবেরের জন্ম ও সুরেন্দ্রনাথ দাশগুপ্তের প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৮ ডিসেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৮ ডিসেম্বর ২০২২, রোববার। ০৩ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ

শহীদ সাবের
১৯৩০ সালের ১৮ ডিসেম্বর কক্সবাজার জেলার ঈদগাঁও (বর্তমান ইসলামাবাদ ইউনিয়ন)’র পাহাশিয়াখালী সিকদার পাড়াস্থ নানার বাড়িতে জন্ম নেন তিনি। ১৯৫৮ সালের শেষের দিকে তার মানসিক বিপর্যয় শুরু হয়। ১৯৭১ সালের ৩১ মার্চ দখলদার পাকিস্তানি সেনাবাহিনী আগুন লাগিয়ে দেয় দৈনিক সংবাদ পত্রিকার কার্যালয়ে এবং সেই আগুনে সংবাদ অফিসের সঙ্গে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান শহীদ সাবের।

সুরেন্দ্রনাথ দাশগুপ্ত
একজন ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক। ১৮৮৭ সালের ১৮ অক্টোবর ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের কুষ্টিয়া জেলার এক বৈদ্য পরিবারে। এ হিস্ট্রি অব ইন্ডিয়ান ফিলজফি, এ স্টাডি অব পতঞ্জলি, যোগ ফিলজফি ইন রিলেশন টু আদার সিস্টেমস অব ইন্ডিয়ান থট, এ হিস্ট্রি অব স্যান্সক্রিট লিটারেচার, রবীন্দ্রনাথ, দ্য পোয়েট অ্যান্ড ফিলজফার, সৌন্দর্যতত্ত্ব
রবিদীপিকা, হিন্দু রহস্যবাদ তার উল্লেখযোগ্য রচনা। ১৯৫২ সালের ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

ঘটনা
১৮৬৫- মার্কিন সংবিধানের ১৩শ সংশোধনী ঘোষণা করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়।
১৯১২- মার্কিন কংগ্রেস সেদেশে অশিক্ষিত অভিবাসীর প্রবেশ নিষিদ্ধ করে।
১৯৭১- সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।
১৯৭২- সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করে।
১৯৯৯- স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন।

জন্ম
১৮২৪- ব্রিটিশ ভারতীয় সাংবাদিক ও খ্রিস্টান মিশনারি লালবিহারী দে।
১৮৯০- মার্কিন প্রকৌশলী, এফএম রেডিওর জনক এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং।
১৯৩০- সাহিত্যিক, সাংবাদিক শহীদ সাবের।
১৯৬১- সাবেক ভারতীয় ক্রিকেটার লালচাঁদ রাজপুত।

মৃত্যু
১৯৫২- বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত।
১৯৬২- পদার্থ বিদ্যায় নোবেলজয়ী ডেনিশ বিজ্ঞানী নিলস বোর।
১৯৭৩- ভারতের কমিউনিস্ট পার্টির নেতা কমরেড মুজফ্ফর আহমদ।
১৯৮৪- ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী শক্তিরঞ্জন বসু।
২০০৬- ভারতীয় বাঙালি চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য।

দিবস
আন্তর্জাতিক অভিবাসী দিবস।
সুপ্রিম কোর্ট দিবস (বাংলাদেশ)।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।