দেবেশ রায় ও শাবনূরের জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৭ ডিসেম্বর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৭ ডিসেম্বর ২০২২, শনিবার। ০২ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ

দেবেশ রায়
১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলায়, অধুনা বাংলাদেশ রাষ্ট্রের পাবনা জেলার বাগমারা গ্রামে।
তিস্তা পারের বৃত্তান্ত উপন্যাসটির জন্য তিনি ১৯৯০ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন। বাংলা সাহিত্যে তিনি একজন ছকভাঙা আধুনিক ঔপন্যাসিক হিসেবে পরিচিত ছিলেন। ২০২০ সালের ১৪ মে মৃত্যুবরণ করেন।

শাবনূর
আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেত্রী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার, বাচসাস পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে আছে- সুজন সখী, আনন্দ অশ্রু, দুই নয়নের আলো, তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, শ্বশুরবাড়ী জিন্দাবাদ, স্বামী স্ত্রীর যুদ্ধ, ফুলের মত বউ, মোল্লা বাড়ীর বউ, আমার প্রাণের স্বামী, ১ টাকার বউ, বলবো কথা বাসর ঘরে ইত্যাদি।

ঘটনা
১৩৯৯- পানিপথের যুদ্ধে তৈমুর লং দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।
১৮৭৩- বুদাপেস্ট নগরীর পত্তন হয়।
১৯০৩- রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজে উড্ডয়ন করেন।
১৯৩১- প্রশান্ত চন্দ্র মহলানবীশ কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
১৯৪২- বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন।

জন্ম
১৮৯২- ভারতীয় বাঙালি সাংবাদিক বঙ্কিমচন্দ্র সেন।
১৯০২- ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী মালতী ঘোষাল।
১৯২০- টুরিং পুরস্কার বিজয়ী কম্পিউটার বিজ্ঞানী কেনেথ আইভার্সন।
১৯৩৬- বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দেবেশ রায়।
১৯৭৯- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর।

মৃত্যু
১৯৩৮- প্রখ্যাত বাঙালি লেখক, সম্পাদক ও অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৯৬১- শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম মাকসুদ হিলালী।
২০০২- অসমীয়া চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী আইদেউ সন্দিকৈ।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।