দেওয়ান মোহাম্মদ আজরফ ও সাবিনা খাতুনের জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৫ অক্টোবর ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার। ০৯ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ

দেওয়ান মোহাম্মদ আজরফের জন্ম
বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, সাহিত্যিক ও সমালোচক। ১৯০৬ সালের ২৫ অক্টোবর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা আন্দোলনের একজন সমর্থক ছিলেন। আন্দোলনে সমর্থনের দায়ে, ১৯৫৪ সালে সুনামগঞ্জ কলেজের অধ্যক্ষের পদ থেকে তাকে বরখাস্ত করা হয়, যদিও একই বছর আবার তাকে বহাল করা হয়। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক হিসাবে সম্মানিত হন এবং একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। অসংখ্য গ্রন্থাবলী এবং রচনা আছে। উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- তমদ্দুনের বিকাশ, সত্যের সৈনিক আবুজর, ইতিহাসের ধারা, নতুন সূর্য (গল্প গ্রন্থ), ব্যাকগ্রাউন্ড অব দি কালচার অব বেঙ্গল, জীবন সমস্যার সমাধানে ইসলাম ইত্যাদি।

ফুটবলার সাবিনা খাতুনের জন্ম
১৯৯৩ সালের ২৫ অক্টোবর বাংলাদেশ সাতক্ষীরা জেলায় জন্ম। ২০০৭ সালে অস্টম শ্রেণিতে পড়ার সময় থেকে ফুটবলের সঙ্গে সাবিনার সম্পর্ক। সাতক্ষীরা জেলা ফুটবল কোচ আকবরের মাধ্যমেই ফুটবলের হাতেখড়ি। স্কুল পর্যায়ে, আন্তঃস্কুল ও আন্তঃজেলা পর্যায়ে ভালো খেলার সুবাদে ডাক পেয়ে যান জাতীয় দলে। বাংলাদেশ মহিলা ফুটবল লীগ ক্লাব বসুন্ধরা কিংস মহিলা এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে ফরোয়ার্ড হিসেবে খেলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়কত্ব করছেন।

ঘটনা
১৭৬০- তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন।
১৮২৫- ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৫১- স্বাধীন হওয়ার পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
১৯৬২- উগান্ডা জাতিসংঘে যোগদান করে।
১৯৭১ - ইংল্যান্ডের কভোন্ট্র শহরের প্রবাসী বাঙালিদের ঐতিহাসিক সমাবেশ ও বাংলাদেশ অ্যাকশন কমিটি গঠন।
২০০৯ - বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হয়।

জন্ম
১৮৮১- স্পেনীয় চিত্রশিল্পী, ভাস্কর, কবি ও নাট্যকার পাবলো পিকাসো।
১৯০২- স্বপন বুড়ো নামে সুপরিচিত শিশু-সাহিত্যিক অখিল নিয়োগী।
১৯২৯- বাঙালি চলচ্চিত্র অভিনেতা অনিল চট্টোপাধ্যায়।
১৯৩৩- বাঙালি সাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায়।
১৯৪৭- কবি মাহাবুব সাদিক।

মৃত্যু
১৪৫৯- মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক খান জাহান আলী।
১৯৩৪- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ব্রজকিশোর চক্রবর্তী।
১৯৩৪- ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায়।
১৯৭৫- রবীন্দ্রানুসারী কবি, প্রাবন্ধিক ও পাঠ্যপুস্তক রচয়িতা কবিশেখর কালিদাস রায়।
২০১১- বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্র শিল্পী রশীদ তালুকদার।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।