মুকুন্দ দাসের জন্ম ও শফিকুর রহমানের প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২২ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার। ৯ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৬৩২- গ্যালিলিও গ্যালিলির ডায়ালগ কনসার্নিং দ্য টু চীফ ওয়ার্ল্ড সিস্টেমস প্রকাশিত।
১৯৫২- ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ মিনার বানানোর সিদ্ধান্ত নেন।
১৯৭৪- পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলন শুরু হয়। এখানে একযোগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় পাকিস্তান, ইরান ও তুরস্ক।
২০১১- নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৮৫ জন মৃত্যুবরণ করে।

জন্ম
১৮২৭- বাঙালি শিক্ষাবিদ চিন্তাবিদ ও সাহিত্যিক ভূদেব মুখোপাধ্যায়।
১৮৩৬- ভারতের বাঙালি পণ্ডিত মহেশচন্দ্র ন্যায়রত্ন।
১৮৮৫- ভারতের জাতীয়তাবাদী আইনজীবী যতীন্দ্রমোহন সেনগুপ্ত।
১৮৮৭- বাঙালি চারণকবি মুকুন্দ দাস। ঢাকা জেলার বিক্রমপুর পরগণার বানরী গ্রামে জন্ম তার। বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। প্রকৃতপক্ষে তিনি একজন চারণকবি ছিলেন।

১৮৯৮- প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী অতুল বসু।
১৯০৩- ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক শিবপ্রসাদ চট্টোপাধ্যায়।
১৯০৬- লেখক রাজনীতিবিদ হুমায়ুন কবির।
১৯৪৩- বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
১৯৫৫- বাংলাদেশি শিশুসাহিত্যিক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও একুশে পদক বিজয়ী গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

মৃত্যু
১৮১৬- স্কটিশ ইতিহাসবিদ ও দার্শনিক অ্যাডাম ফার্গুসন।
১৯৪৪- মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী।
১৯৫২- ভাষা শহীদ শফিকুর রহমান। ১৯১৮ সালের ২৪ জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার শ্রীরামপুর জনপদের কোন্নগর গ্রামে জন্মগ্রহণ করেন। ভাষা আন্দোলনকর্মী যিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানে সৃষ্ট বাংলা ভাষা আন্দোলনে ১৯৫২ সালে নিহত হন। বাংলাদেশে তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়।
১৯৫৮- ভারতীয় পণ্ডিত, স্বাধীনতা আন্দোলন কর্মী, রাজনীতিবিদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ।
১৯৯৯- কবি তালিম হোসেন।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।