আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার। ৮ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮৪৮- কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট ম্যানিফেস্টো।
১৯০১- সালে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
১৯৫২- দিনটি ছিল ১৩৫৮ বঙ্গাব্দের ৮ ফাল্গুন। বাংলা ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারী মিছিলরত ছাত্র-জনতার ওপর ঢাকায় পুলিশের গুলি বর্ষণ। নিহত বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ।
২০০০- বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।

জন্ম
১৮৯১- বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেতা নির্মলেন্দু লাহিড়ী।
১৯২৭- ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্র।
১৯৪৭- বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা।
১৯৫০- একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর।
১৯৬১- নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

মৃত্যু
১৯৫২- ভাষা আন্দোলনে শহীদ আব্দুস সালাম, রফিক, বরকত, জব্বার।
১৯৬৮- নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি।
১৯৯৩- স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও কবি অখিল নিয়োগী।
২০১২- বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর শর্বরী রায়চৌধুরী।

দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইউনেস্কো।
শহীদ দিবস, বাংলাদেশ।

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।