নারায়ণ গঙ্গোপাধ্যায় ও ফজল শাহাবুদ্দীনের জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:০২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

০৪ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার। ২১ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৬২৮- সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
১৯৫২- রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েলসহ দশটি দেশ।
১৯৭২- বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
২০০৪- সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়।

জন্ম
১৯১৮- বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্প কার নারায়ণ গঙ্গোপাধ্যায়। তৎকালীন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার (বর্তমানে ঠাকুরগাঁও জেলা) বালিয়াডাঙ্গি উপজেলায় জন্ম তার। তিনি ছিলেন দিনাজপুর জিলা স্কুল, ফরিদপুর রাজেন্দ্র কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন। জনপ্রিয় কাল্পনিক চরিত্র টেনিদা তারই সৃষ্টি। নারায়ণ গঙ্গোপাধ্যায় ১৯৭০ সালে ৬ নভেম্বর ৫৩ বছর বয়সে মারা যান।

১৯২১- ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী লতফি জাদেহ।
১৯২২- ভারতীয় কণ্ঠশিল্পী ভারতরত্ন পণ্ডিত ভীমসেন জোশী।
১৯২৫- জনপ্রিয় বাঙালি সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি।

১৯৩৬- বাংলাদেশের প্রখ্যাত কবি ফজল শাহাবুদ্দীন। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম তার। তিনি বিংশ শতকের ষাট দশকের কবি হিসাবে চিহ্নিত। কর্মসূত্রে দীর্ঘকাল তিনি সাংবাদিকতা করেছেন। এ ছাড়া স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার প্রচলনে তিনি পথিকৃতের ভূমিকা রেখেছেন। তার কর্মজীবনের অন্যতম স্বীকৃতি একুশে পদক। তার কবিতা পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে।
১৯৮৬- বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

মৃত্যু
১৯১২- বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক মনোমোহন বসু।
১৯৭৪- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু।
১৯৭৪- বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী অনাদিকুমার ঘোষদস্তিদার।
১৯৯০- ভারতীয় বাঙালি সাহিত্যিক মৈত্রেয়ী দেবী।
১৯৯৮- ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা রবি ঘোষ।

দিবস
বিশ্ব ক্যান্সার দিবস।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।