রামকৃষ্ণের জন্ম ও শরৎচন্দ্রের প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ এএম, ১৬ জানুয়ারি ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১৬ জানুয়ারি ২০২২, রোববার। ০২ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৬০৫- বিখ্যাত উপন্যাস ডন কুইকসোট এর প্রথম প্রকাশ।
১৭৬৮- কলকাতায় প্রথম ঘৌড়া দৌড় শুরু হয়।
১৯২২- কুমিল্লায় কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন।
১৯২৯- বিবিসির প্রথম পত্রিকা ‘দি লিসেনার’ প্রথম প্রকাশিত হয়।
১৯৭২- বাংলাদেশকে স্বীকৃতি দেয় নেপাল।

জন্ম
১৮৫৫- এক বাঙালি স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস।
১৯০১- ভারতীর বাঙালি ভাষাতাত্ত্বিক ও সাহিত্য বিশারদ সুকুমার সেন।
১৯০১- বাঙালি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক চপলাকান্ত ভট্টাচার্য।
১৯১০- বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস। চট্টগ্রামের সারোয়াতলীতে জন্ম এই বিপ্লবীর। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। গোপন বিপ্লবী দলের সদস্য ছিলেন। মাস্টারদার নির্দেশে ১৯৩০ সালের ১২ জানুয়ারি তিনি এবং কালী চক্রবর্তী চাঁদপুর স্টেশনে ইনস্পেক্টর জেনারেল ক্রেগকে হত্যা করতে গিয়ে তারিণী মুখার্জিকে হত্যা করেন। ২২ মাইল দূরে গিয়ে ধরা পড়েন।
১৯১৯- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মোঃ মনসুর আলী।
১৯৪০- বাঙালি চলচ্চিত্র অভিনেতা চিন্ময় রায়।
১৯৮৭- ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত মার্কিন সাহিত্যিক কাব্য বিশ্বনাথন।

মৃত্যু
১৯১৫- ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ।
১৯৩৮- বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৩ খ্রিষ্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদক পান৷ এছাড়াও, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে 'ডিলিট' উপাধি পান ১৯৩৬ খ্রিষ্টাব্দে।
১৯৬১- বাঙালি রাজনীতিবিদ ও সমাজসেবক খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী।
১৯৮৯- বাঙালি সাহিত্যিক সাংবাদিক সম্পাদক চপলাকান্ত ভট্টাচার্য।
২০১৮- বাংলাদেশি সংগীত শিল্পী শাম্মী আখতার।

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।