পল্লীকবি জসীম উদদীনের জন্ম

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:১১ এএম, ০১ জানুয়ারি ২০২২

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

১ জানুয়ারি ২০২২, শনিবার। ১৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
৪৫ খ্রিস্টপূর্ব- জুলিয়ান ক্যালেন্ডারের সূচনা।
৪০৪- রোমে সর্বশেষ গ্ল্যাডিয়েটর প্রতিযোগিতা অনুষ্ঠিত।
৬৩০-মুহাম্মাদ (সা.) এর মক্কা জয়ের জন্য যাত্রা শুরু।
১৮৮০- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর "সি.আই.এ" উপাধি লাভ করেন।
১৯১৫- ব্রিটিশ সরকার বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায় ও লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহকে "নাইট" উপাধিতে ভূষিত করে।
১৯২৩- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল গঠন করেন এবং ইংরেজি দৈনিক ফরওয়ার্ড প্রকাশ করেন।

জন্ম
১৮৯৪- ভারতীয় বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু।
১৮৯৫- বাঙালি শৈলতাত্বিক ভূবিজ্ঞানী সুহৃদ কুমার রায়।
১৯০৩- বাংলাদেশি কবি ও লেখক জসীম উদদীন। ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মাদ জসীম উদদীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদদীন নামেই পরিচিত। পল্লীকবি উপাধিতে ভূষিত জসীম উদদীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। তার নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। জসীম উদদীন প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন। তিনি ১৯৭৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।
১৯১৪- ভারতীয় বাঙালি সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ।
১৯৩৫- একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর।
১৯৪৪- বাংলাদেশের ২০ ও ২১তম রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

মৃত্যু
১৫৬০- ফরাসি কবি ও সমালোচক জোয়াকিম ডু বেল।
১৭১৬- ইংরেজি নাট্যকার ও কবি উইলিয়াম উইচারলি।
১৭৯৩- ইতালীয় চিত্রশিল্পী ও শিক্ষিকা ফ্রান্সেসকো গার্ডি।
১৮৮১- ফরাসি কর্মী লুই আগস্টে ব্লানকুই।
১৮৯৪- জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ হার্টজ।

দিবস
নববর্ষ (গ্রেগরীয় বর্ষপঞ্জী)।
বই উৎসব (বাংলাদেশ)।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।