বুদ্ধদেব বসুর জন্ম ও আবদুল্লাহ আল-মুতীর প্রয়াণ

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৮:০৮ এএম, ৩০ নভেম্বর ২০২১

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার। ১৫ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৭৩১- বেইজিংয়ে ভয়াবহ ভূমিকম্প হয়।
১৭৭৬- ক্যাপ্টেন কুক প্রশান্ত মহাসাগরে তৃতীয় ও শেষ অভিযান শুরু করেন।
১৭৮২- ইংল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে।
১৯৬৬- বার্বাডোজ স্বাধীনতা লাভ করে।
১৯৭৩- শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে দালাল আইনে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন সকল রাজবন্দির প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়।
১৯৭৭- আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল-IFAD প্রতিষ্ঠিত হয়।

জন্ম
১৮৩৫- মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক 'মার্ক টোয়েইন' নামে পরিচিত স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স।
১৮৫৮- বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু।
১৯০৩- বিশ শতকের বাঙালি নারী কবি রাধারাণী দেবী।
১৯০৮- বিশ শতকের বাঙালি কবি, সাহিত্যিক, নাট্যকার ও প্রাবন্ধিক বুদ্ধদেব বসু। বাংলা সাহিত্য সমালোচনার দিকপাল, কবিতা পত্রিকার প্রকাশ ও সম্পাদনার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতে রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে এসে যারা লেখালেখি করেছেন তিনি তাদের মধ্যে অন্যতম। ১৯৭৪ সালের ১৮ই মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন।
১৯৮৮- অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ।

মৃত্যু
১৯০৯- ভারতীয় বাঙালি ঔপন্যাসিক,ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রমেশচন্দ্র দত্ত।
১৯৩৩- কবি মোজাম্মেল হক।
১৯৩৩- নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ মুরলীধর বন্দ্যোপাধ্যায়।
১৯৮৪- অভিনেত্রী ও সংগীত শিল্পী ইন্দুবালা দেবী।
১৯৮৪- প্রখ্যাত সংগতিয়া (তবলা বাদক) রাধাকান্ত নন্দী।
১৯৯৮- বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন। তিনি আবদুল্লাহ আল-মুতী নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার জন্য তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।
২০১৪- চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী।
২০১৭- ব্যবসায়ী, রাজনীতিবিদ, টেলিভিশন উপস্থাপক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।